কেমন দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ?

কেমন দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ?

প্রথম ম্যাচের পর বিশ্রামের সময় নেই বাংলাদেশের। তার এক দিন পরই আজ আবার নেমে পড়তে হচ্ছে মাঠে। আজ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের দুটোতেই জিতে তারা আছে টেবিলের শীর্ষে।

ডি গ্রুপের টেবিল টপার তো বটেই, দক্ষিণ আফ্রিকা তর্কসাপেক্ষে টুর্নামেন্টেরই অন্যতম সেরা এক দল। তাদের বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে খেলতে হবে নিখুঁত ক্রিকেট। তার পূর্বশর্ত হচ্ছে নিখুঁত এক দল। 

শরিফুল ইসলামের ফেরার একটা সম্ভাবনা ছিল এই ম্যাচে। তার জন্য অপেক্ষা চলছেই। শেষ সময়ে তিনি ফিরলে তাকে দলে ঢোকাবে বাংলাদেশ। 

তিনি না ফিরলে একাদশটা অপরিবর্তিতই থাকতে পারে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা নিখুঁত খেলেননি নাজমুল হোসেন শান্তরা। তবে দিনশেষে ম্যাচটা জিতেছিল দল। তাই উইনিং কম্বিনেশন ভাঙার পথে হাঁটবে না টিম ম্যানেজমেন্ট।

ওদিকে দক্ষিণ আফ্রিকা দলেও পরিবর্তন আসার সম্ভাবনা আছে নিদেনপক্ষে একটা। তাদের বেঞ্চে আছে জেরাল্ড কোটজিয়া, বিয়র্ন ফোরটুইন, রায়ান রিকলটন আর তাবরাইজ শামসি। তাদের মধ্যে থেকে রিকলটনের কপাল খুলে যেতে পারে আজ। একাদশে টপ অর্ডারে ঢুকতে পারেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ–
কুইন্টন ডি কক, রায়ান রিকলটন, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, ওটনেইল বার্টম্যান, আনরিখ নরকিয়া

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান

 

সম্পর্কিত খবর