বাংলাদেশ ম্যাচের আগে বড় সুখবর পেল নেপাল

বাংলাদেশ ম্যাচের আগে বড় সুখবর পেল নেপাল

বিশ্বকাপের আগেই ধর্ষণের অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার সন্দীপ লামিচানে। স্কোয়াডেও ছিলেন। তবে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি। নেপাল সড়কারও হয়েছে ব্যর্থ। ফলে যুক্তরাষ্ট্রে হওয়া গ্রুপপর্বের প্রথম ম্যাচ মিস করেছেন লামিচানে। মিস করবেন দ্বিতীয়টিও। তবে যুক্তরাষ্ট্রের ভিসা না পেলেও ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। খেলবেন গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে। যা নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ডের সেক্রেটারি পারস খাডকা।

লামিচানেকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর খবর নিশ্চিত করে সিএএন লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যাত হওয়ার পরও লামিচানে নেপালের দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ করবেন, যা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হচ্ছে। চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দ্যেশে রওনা হবেন।’

দেরিতে হলেও বিশ্বকাপে যোগ দিতে পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লামিচানে। ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার এক্স পোস্টে স্বপ্নপূরণের কথা জানিয়েছেন এভাবে, ‘শেষ দুই ম্যাচের জন্য দলের সঙ্গে আমি ওয়েস্ট ইন্ডিজে যোগ দিচ্ছি। আমার এবং সব ক্রিকেটপ্রেমীর স্বপ্নপূরণের অপেক্ষায়।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে নেপাল। যেখানে নেদারল্যান্ডসের কাছে ছয় উইকেটে হেরেছে তারা। বুধবার ফ্লোরিডায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নেপাল। অবশ্য এই ম্যাচে লামিচানে থাকবেন না। এরপর ওয়েস্ট ইন্ডিজে হতে চলা গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে আগামী ১৫ এবং ১৭ জুন, সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে।

সম্পর্কিত খবর