অনেক বেশি ডট বল দেওয়াটাই হারের কারণ, বললেন বাবর

অনেক বেশি ডট বল দেওয়াটাই হারের কারণ, বললেন বাবর

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মাত্র ১১৯ রানেই থামিয়ে দেওয়ার পর জয়টা কাঙ্ক্ষিতই ছিল পাকিস্তানের জন্য। কিন্তু সমর্থক এবং নিজেদেরও হতাশ করে ম্যাচটা শেষ পর্যন্ত ৬ রানের ব্যবধানে হেরে বসলেন বাবর-রিজওয়ানরা। এই শোচনীয় পরাজয়ের পর ভক্ত, সাবেক খেলোয়াড় এবং ক্রিকেট বিশ্লেষকদের তুমুল সমালোচনার শিকার হতে হচ্ছে পুরো পাকিস্তান দলকেই।

ম্যাচ শেষে অধিনায়ক বাবর আজম অকপটে স্বীকার করলেন নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা। বোলাররা নিএদের দায়িত্ব দারুণভাবে পালন করলেও মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণেই এই হতাশাজনক হারের স্বাদ হজম করতে হয়েছে পাকিস্তানকে।

বাবর বলেছেন, ‘আমাদের দরকার ছিল স্বাভাবিক ব্যাটিং, স্ট্রাইক রোটেট করা, ওভারে ৫-৬ রান আর মাঝেমধ্যে বাউন্ডারি। কিন্তু ওই সময় আমরা অনেক ডট বল দিয়েছি। এতে চাপ বেড়েছে। আমরা দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলি। আর শেষ দিকের খেলোয়াড়দের কাছ থেকে তো খুব বেশি আশাও করা যায় না।’

ভারতের বোলিংয়েরও প্রশংসা করেছেন তিনি, ‘আমার মনে হয় প্রথম দশ ওভারের পর ভারত ভালো বোলিং করেছে। আমাদের লক্ষ্য ছিল মাত্র ১২০, প্রথম দশ ওভারে বলপ্রতি রান নিয়েছি। কিন্তু এরপর একের পর এক উইকেট হারিয়েছি, তাই বেশ কিছু ডট বল হয়েছে।’

এছাড়া পাকিস্তানের টপঅর্ডার ব্যাটারদের পারফরম্যান্স ছিল করুণ। পাওয়ারপ্লেতেও কাঙ্ক্ষিত রান স্কোরবোর্ডে জমা করতে পারেননি বাবররা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা প্রথম ছয় ওভারেও যথেষ্ট ভালো খেলিনি। লক্ষ্য ছিল ৪০-৪৫ রান তোলা। কিন্তু সেটা করতে পারিনি।’

সম্পর্কিত খবর