তবু আশায় বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে জয় আছে বাংলাদেশের। তবে ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে দলটা বাংলাদেশের সামনে বরাবরই হাজির হয়েছে প্রবল প্রতাপ নিয়ে, ম্যাচ শেষ করেছে মুখে জয়ের হাসি নিয়ে।
সে দলটাই আজ বাংলাদেশের প্রতিপক্ষ। ওয়ানডে বিশ্বকাপে তাদের বিপক্ষে দুটো জয় আছে। কিন্তু মঞ্চটা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের, তখন দুই দলের সাক্ষাতে একবারও বাংলাদেশ জিততে পারেনি। ২০০৭ সালে শুরু, এরপর ২০২১, কিংবা ২০২২… পরিস্থিতিটা বদলায়নি একটুও। বরং প্রতি বারই একটু একটু করে ব্যবধানটা বেড়েছে দুই দলের।
এবার আসি বাংলাদেশের বিষয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচটা বাংলাদেশকে স্বস্তির দিশা দিয়েছে বটে, কিন্তু দলের সমস্যাগুলো উবে যায়নি মোটেও। টপ অর্ডার ভেঙে যাচ্ছে হুড়মুড়িয়ে শেষ অনেক দিন ধরেই। সেটা প্রথম ম্যাচেও বদলায়নি। বাংলাদেশ ৩ উইকেট খুইয়েছে ২৬ রানে।
আরও একটা সমস্যা ছিল খেলাটা পড়তে পারায়। তাওহীদ হৃদয় বাংলাদেশকে যখন দলকে জয়ের কক্ষপথে আরও একটু এগিয়ে দিয়ে গেলেন, সেখান থেকে ম্যাচটা পুরোপুরি মানসিক খেলাতে রূপ নিয়েছিল। সে মানসিক খেলায় আরেকটু হলে হেরেই বসেছিল বাংলাদেশ, খেলাটা চলে গিয়েছিল ডেথ ওভারেরও একেবারে শেষ দিকে।
শেষমেশ জয়টা বাংলাদেশ তুলে নিতে পেরেছে। তাই মোমেন্টামটা নিজেদের পক্ষে পেতে পারে দল। যদিও মোমেন্টাম দ্রুত হারিয়ে ফেলার রোগটাও বাংলাদেশের আছে। ওই শ্রীলঙ্কা ম্যাচই দেখুন না, দুবার মোমেন্টামটা হাতে পেয়েও হারিয়েছিল ম্যাচে।
তবুও বাংলাদেশ আশায়। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম মাঠটা বেশ লো স্কোরিং। আর লো স্কোরিং হওয়া মানেই বাংলাদেশের সুযোগ বেড়ে যাওয়া। নাজমুল হোসেন শান্তর দল আজ সে সুযোগটাই কাজে লাগাতে চায়।