দক্ষিণ আফ্রিকাকে হারানোর মন্ত্র জানালেন তামিম ইকবাল

দক্ষিণ আফ্রিকাকে হারানোর মন্ত্র জানালেন তামিম ইকবাল

বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টায়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জয় পাওয়ার পর আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার এইটের পথে পা বাড়াতে চাই বাংলাদেশ।

যদিও টি-টোয়েন্টিতে এর আগে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। এমন দলের বিপক্ষে জয় পাওয়া তাই বেশ কঠিনই বটে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশ্য আশা দেখছেন বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকাকে হারানোর মন্ত্রও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে প্রথম ৪ ব্যাটারকে দায়িত্বও নিতে বলছেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোকে তামিম বলেন, ‘আমার মনে হয় টপ ফোরকে দায়িত্ব নিতে হবে। লিটন সাম্প্রতিক সময়ে কিছুটা সংগ্রাম করছিল। গত ম্যাচেও খুব বেশি ফ্লুয়েন্ট ছিল না সে। কিন্তু সে রান পেয়েছে, যা তাকে কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে। তাছাড়া পূর্বেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ভালো করেছে। সৌম্যেরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলার রেকর্ড রয়েছে। আমার মনে হয় তারা গুরুত্বপূর্ণ হতে পারে।’

প্রোটিয়াদের বিপক্ষে দল হয়ে খেলার পরামর্শও দিয়েছেন তামিম। বলেন, ‘মাহমুদউল্লাহ ও সাকিব অনেক অভিজ্ঞ। তবে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে চিন্তা না করে দলগতভাবে খেলা উচিত। আমার মনে হয় বাংলাদেশ যদি দল হয়ে খেলতে পারে এবং স্কোরবোর্ডে ১৬০-১৬৫, এমনটি ১৫০ রানও যদি করতে পারে তাহলেও এগিয়ে থাকবে। কেননা, উইকেট এমন আচরণ করছে যা কঠিন।’

সম্পর্কিত খবর