আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন ওয়েড
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৩৬ রানের দাপুটে জয়ে সুপার এইটের পথে পা বাড়িয়েছে দলটি। এমন ম্যাচের পর এবার আইসিসি থেকে শাস্তি পেতে হয়েছে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডকে। তার বিরুদ্ধে অভিযোগ ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি।
ঘটনা ইনিংসের ১৮ তম ওভারে। ওয়েড আদিল রশিদের একটি বল খেলেন। এবং ভেবেছিলেন যে আম্পায়ার এটিকে ডেড বল হিসেবে কল করবেন। তবে সেটি করেননি আম্পায়ার। যা নিয়ে মাঠেই আম্পায়ারের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা যায় ওয়েডকে। যার কারণেই এবার আইসিসির কাছ থেকে শাস্তি পেয়েছেন ওয়েড।
ওয়েড মূলত, আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘন করেছেন। যার কারণে আনুষ্ঠানিকভাবে তাকে তিরস্কার করেছে আইসিসি। একই সঙ্গে ২.৮ অনুচ্ছেদ (আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত দেখানো) অনুযায়ী, শাস্তিস্বরূপ এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যা আগামী ২৪ মাস পর্যন্ত কার্যকর থাকবে। আর এই সময়ের মধ্যে তার নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট যোগ হলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।
ঘটনার সময় মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন নীতিন মেনন এবং জোয়েল উইলসন। এ ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে ছিলেন আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার জয়রামন মদনগোপাল। ওয়েড তার অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।