ভারত-পাকিস্তান ম্যাচ দেখার পর হৃদরোগে মারা গেলেন মুম্বাই ক্রিকেট প্রধান
রোববার নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গড়িয়েছে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচটি মাঠে বসেই উপভোগ করেছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে।
যেই ম্যাচে ১২০ রানের টার্গেট দিয়ে ৬ রানের জয় পেয়েছে ভারত। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচের পর এবার দুঃসংবাদ পেল ভারত। ওই ম্যাচের ২৪ ঘণ্টা না যেতেই মারা গেছেন অমল কালে।
সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৪৭ বছর। তিনি কখন অসুস্থ হলেন কিংবা তাকে কোনো হাসপাতালে নেওয়া হয়েছিল কিনা সেটি অবশ্য এখনও জানা যায়নি।
২০২২ সালে সন্দীপ পাতিলকে হারিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হন তিনি। দায়িত্ব নেওয়ার পরের মৌসুমেই মুম্বাইয়ের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ করেন তিনি। এছাড়াও গত বছর ওয়াংখেড়ে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করার পেছনেও ছিল তার ভূমিকা। এমন একজনকে হারিয়ে তাই মুম্বাই ক্রিকেটে নেমে এসেছে সুখের ছায়া।