‘ক্রিকেট বিশ্বের অন্যতম ‘আন্ডারপারফর্মিং’ দল বাংলাদেশ’

‘ক্রিকেট বিশ্বের অন্যতম ‘আন্ডারপারফর্মিং’ দল বাংলাদেশ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের পরাজয়ের পর কাগজে কলমে টিকে থাকলেও; কার্যত বিশ্বকাপের মিশনটাই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বোলিং-ব্যাটিং সব মিলিয়ে এ যেন এক ছন্নছাড়া বাংলাদেশ। ব্যাটারদের এমন নাজুক পারফরম্যান্সের পর হতাশ বাংলাদেশের সমর্থকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স যে বিরক্তির কারণ সেটাই এবার সামাজিক যোগাযোগামাধ্যমে জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৪ রানের লক্ষ্যে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ৫৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডারের কেউই বলার মতো রান পাননি। যা নিয়ে বাংলাদেশি সমর্থকদের মতোই বিরক্ত চোপড়া। টেস্ট খেলুড়ে একটা দেশের থেকে যে এরচেয়ে অনেক ভালো ক্রিকেট প্রত্যাশা করে সমর্থকরা; সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি।

চোপড়া লিখেন, ‘বর্তমান সময়কালে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের অন্যতম ‘আন্ডারপারফর্মিং’ দল। দলটির ভক্তরা যে আবেগের সাথে খেলাটি অনুসরণ করে তা প্রশংসার দাবিদার। কিন্তু দুই দশক আগে টেস্ট খেলার মর্যাদা পাওয়া একটা দেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর।’

সম্পর্কিত খবর