বাবরকে নেতৃত্ব ছাড়তে বললেন শোয়েব
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে পাকিস্তান। আর তাতে করে শঙ্কায় পড়ে গিয়েছে দলটির সুপার এইটে খেলা। স্বাভাবিকভাবেই দলের ক্রিকেটারদের হজম করতে হচ্ছে সমালোচনা। সেই সমালোচনার তীরটা সবচেয়ে বেশি অধিনায়ক বাবরের দিকেই। বাবর নিজেও বেশ চাপেই পড়ে গেছেন বলা যায়। সেই অর্থে পারফর্ম করতে পারছেন না তিনি। আর এই অবস্থায় বাবরকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
বাবরকে নিয়ে শোয়েব মালিক বলেন, ‘আমি অনেক দিন ধরেই বলে আসছি, অনুগ্রহ করে আপনি অধিনায়কত্ব ছেড়ে দিন। আপনি একজন প্রথম শ্রেণীর খেলোয়াড়। আর আপনি তখনই আপনার ক্লাস দেখাতে পারবেন যখন আপনার উপর অতিরিক্ত দায়িত্ব থাকবে না। বাবর যদি অধিনায়কত্ব থেকে দূরে থাকেন তবে সেটা তার জন্যই ভাল হবে।’
ভারতের বিপক্ষে ১২০ রান তাড়া করতে পারেনি পাকিস্তান। ম্যাচ হেরেছে ৬ রানের ব্যবধানে। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন শট খেলতে গিয়ে। যা নিয়ে ব্যাটারদের মস্তিষ্ক কাজে লাগানোর কথা বলেছেন শোয়েব।
বলেন, ‘লোকেরা বাবর এবং রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে কথা বলে, আর সে কারণেই আপনি সাইম আইয়ুবকে নিয়ে এসেছিলেন। আর এবার তো টার্গেট ১২০ রান ছিল। তাহলে কেন আপনি আপনার স্ট্রাইক রেট উন্নত করার চেষ্টা করছেন? প্ল্যাটফর্মটিই ছিল এরকম। যদি একজন অধিনায়ক এবং একজন ব্যাটার হয়েও এই ধরনের পরিস্থিতিতে আপনার মস্তিষ্ক কাজ না করে। তাহলে আমি বলতে বাধ্য হব, এই দল ও টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের তাদের সমর্থন করা বন্ধ করতে হবে।’
বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কানাডার বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল। এই ম্যাচ জয় ভিন্ন কোনো পথ খুলা নেই তাদের সামনে।