পাকিস্তানের ড্রেসিং রুমে গ্রুপিং

পাকিস্তানের ড্রেসিং রুমে গ্রুপিং

কানাডার বিপক্ষে আজ রাত সাড়ে ৮টায় মাঠে নামছে পাকিস্তান। আগের দুটি ম্যাচ হেরে যাওয়ায় এ ম্যাচটি তাদের জন্য হয়ে উঠেছে বাঁচামরার লড়াই। সুপার এইটের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে অবশ্যই জিততে হবে পাকিস্তানকে। তবে সমস্যা হলো প্রথম দুই ম্যাচ হারের পর মানসিকভাবে ভেঙে পড়েছে পাকিস্তান দল। ড্রেসিং রুমেও প্রভাব পড়েছে। বলা হচ্ছে দলটির ড্রেসিং রুম এখন দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এক সময়ে বন্ধু শাহীন আফ্রিদি ও বাবর আজম একে অন্যের সঙ্গে কথাও বলেন না।

দেশটির ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলেছে, বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবর আজমকে নেতৃত্ব দেওয়া নিয়ে ক্রিকেটার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। আর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে প্রথম দুই ম্যাচ হারের পর। ড্রেসিং রুমে থাকা ক্রিকেটাররা এখন দুইভাগে বিভক্ত।

একসময়ের বন্ধু শাহিন আফ্রিদি ও বাবর আজম এখন অতি প্রয়োজন ব্যতীত খুব একটা কথাও বলেন না একে অন্যের সঙ্গে। এছাড়াও প্রশ্ন উঠেছে অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমিরকে নিয়ে। এর বাইরে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও কেন সুযোগ পাচ্ছেন শাদাব খান, আজম খান ও ইফতিখার আহমেদ। যা নিয়েও চলছে অভ্যন্তরীণ কোন্দল।

দলের মধ্যে কোন্দলের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও। ভারত ম্যাচের পর তিনি বলেন, ‘খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে কথা বলে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আর আপনি দেশের হয়ে খেলছেন। এ ধরনের খেলোয়াড়দের দেশে বসিয়ে রাখুন।’

সম্পর্কিত খবর