বিশ্বকাপ ছেড়ে হঠাৎ মিরপুরে সাকিব, কেন জানেন?

বিশ্বকাপ ছেড়ে হঠাৎ মিরপুরে সাকিব, কেন জানেন?

দল এখনো বিশ্বকাপে। পরিস্থিতিটা ভালো নয় অবশ্য, পাঁচ ম্যাচের চারটিতে বিশাল হার। অধিনায়ক সাকিব আল হাসানের নিজের অবস্থাও তো ভালো নয়। চার ম্যাচে খেলেছেন, রান করেছেন মোটে ৫৬। এমন ফর্ম থেকে পরিত্রাণ পেতে এবার তিনি ছুটে এলেন ঢাকায়। শরণাপন্ন হলেন গুরু মোহাম্মদ সালাউদ্দিনের।

আজ বুধবার সকালে ঢাকায় এসেছেন তিনি। এরপর দুপুরে চলে আসেন মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করছেন তিনি। গুঞ্জন রয়েছে আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

চলমান বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। এর একদিন আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

সাকিবের এই আচমকা ঢাকা সফর নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জল ঘোলা হলেও, বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস স্পোর্টস বাংলাকে জানিয়েছেন কোচ হাথুরুর কাছে অনুমতি নিয়েই ঢাকায় এসেছেন সাকিব, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ২৮ অক্টোবর কলকাতায়। তার আগে দুই দিন দলের কোনো অনুশীলন নেই। এই সুযোগটা কাজে লাগিয়ে সাকিব ঢাকায় গিয়েছে তার দুই কোচ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করতে।’ চলমান বিশ্বকাপে ১৪ গড়ে সাকিব ব্যাট হাতে রান করেছেন মাত্র ৫৬। এছাড়াও উইকেট নিয়েছেন মাত্র ছয়টি, যার মধ্যে তিনটিই এসেছে আফগানিস্তানের বিপক্ষে।

জালাল আরও জানান, ‘বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা আজ (বুধবার) মুম্বাই থেকে কলকাতা পৌঁছে গেছে।’ নিজেদের পাঁচ ম্যাচে চারটিতে হেরে বাংলাদেশ এখন অবস্থান করছে বিশ্বকাপ পয়েন্ট তালিকার একেবারে তলানিতে।

সম্পর্কিত খবর