বৃষ্টি আতঙ্কে শ্রীলঙ্কা

বৃষ্টি আতঙ্কে শ্রীলঙ্কা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে দুই ম্যাচ খেলে দুটিতেই হারের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। ফলে সুপার এইটে যাওয়ার পথ অনেকটাই কঠিন হাসারাঙ্গাদের। নেপালের বিপক্ষে আগামীকাল (বুধবার) নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে লঙ্কানরা। যেখানে লঙ্কানদেরই বেশি চাপে থাকতে হবে বলে মনে করছেন নেপালের অধিনায়ক রোহিত পওডেল।

কাগজে-কলমে ও শক্তিমত্তায় শ্রীলঙ্কা বেশ এগিয়ে থাকলেও জয়ের আশা দেখছেন নেপাল অধিনায়ক। সংবাদ সম্মেলনে আজ তিনি বলেছেন, ‘এবারের বিশ্বকাপে আপনি খেয়াল করলে দেখতে পারবেন আইসিসির সহযোগী দেশগুলোর কাছে টেস্ট খেলুড়ে দেশগুলো খুব একটা সুবিধা করতে পারছে না এবং তারা হেরে যাচ্ছে। এই ঘটনাগুলো আগামীকালের ম্যাচে আমাদের জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে ।’

নিজেদের আত্মবিশ্বাসের জায়গা কতটুকু সেটা বলতে গিয়ে নেপাল অধিনায়ক বলেন, ‘দলগতভাবে আমরা বিশ্বাস করি আগামীকালের ম্যাচে আমরাই জয়লাভ করবো। আমরা গত দুইমাস ধরে প্রস্তুতি নিয়েছি এবং গত দেড়বছর ধরে আমরা একই ধারায় ক্রিকেট খেলে আসছি। আমি মনে করি দলের সবার মধ্যে আত্মবিশ্বাস আছে এবং আমরা আগামীকাল আমাদের প্রতিভা ক্রিকেট বিশ্বের কাছে প্রদর্শন করতে চাই।’

আত্মবিশ্বাসে টইটুম্বুর নেপালের বিপক্ষে নামার আগে অবশ্য শ্রীলঙ্কার কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে। কেননা আবহাওয়া পূর্বাভাস মতে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা আছে। এই আসরে প্রথমবারের মতো ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ফ্লোরিডার ভেন্যু লডারহিল। বুধবার ম্যাচের সময় বৃষ্টির কারণে যদি ম্যাচ মাঠে না গড়ায়, তাহলে এই ম্যাচেই শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে।

লডারহিলে শ্রীলঙ্কা সবশেষ দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলেছিল ২০১০ সালে, ওই সিরিজে খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউসই কেবল আছেন এবারের বিশ্বকাপ স্কোয়াডে।

বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় নেপালের মুখোমুখি হবে ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা। চলতি আসরে সুপার এইটের দৌড়ে টিকে থাকতে হলে পরবর্তী দুটি ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই শ্রীলঙ্কার। ফলে চাপে থাকা লঙ্কানদের নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি ফ্লোরিডার আবহাওয়ার দিকেও তাকিয়ে তাকতে হবে।

সম্পর্কিত খবর