সমালোচিত বুমরাহ এখন ভাসছেন প্রশংসায়

সমালোচিত বুমরাহ এখন ভাসছেন প্রশংসায়

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেটবিশ্বে সবসময়ই বাড়তি উত্তেজনা কাজ করে। দু’দেশের মধ্যকার রাজনৈতিক বৈরিতার কারণে সে রেশ এসে পড়ে ক্রিকেটের মাঠেও। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান, যেখানে স্বল্প রানের পুঁজি নিয়েও নাটকীয়ভাবে জয় তুলে নিয়েছে ভারত।

ভারতের এমন জয়ের দিনে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলটির পেসার জশপ্রীত বুমরাহ। তার ম্যাচজয়ী বোলিং স্পেলেই জয় নিশ্চিত হয়েছে ভারতের। ম্যাচ শেষে বুমরাহ জানালেন, একসময় যারা বলেছিল তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে তারাই এখন তার প্রশংসা করে বেড়াচ্ছেন।

লো-স্কোরিং কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচে ভারতের জয়ের অন্যতম কারণ হিসেবে নিজেদের ‘শান্ত থাকাকে’ উল্লেখ করে বুমরাহ বলেছেন, ‘ম্যাচজুড়ে ভারত দলের সদস্যদের শান্ত থাকা এবং কোন প্রকার আতঙ্ককে প্রশ্রয় না দেওয়ার কারণে লো-স্কোরিং ম্যাচেও তারা ৬ রানের জয় পেয়েছেন।’

গত রবিবার নিউইয়র্কে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান, যেখানে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ভারতকে মাত্র ১১৯ রানে রুখে দেয় বাবর আজমের দল। তবে বুমরাহর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ৬ রানে দুর্দান্ত জয় তুলে নেয় ভারত। এদিন মাত্র ১৪ রান দিয়ে পাকিস্তানের ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই পেসার। যার মধ্যে পাকিস্তানের পক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ রাখা মোহাম্মদ রিজওয়ানকে সরাসরি বোল্ড আউট করাও আছে।

গতবছর চোটের সমস্যায় ভুগছিলেন বুমরাহ, এমন সময় ভারতজুড়ে তাকে নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলতে থাকে। বুমরাহ বলেন, ‘একবছর আগে যারা বলেছিলেন আমি আর খেলতে পারবো না, আমার ক্যারিয়ার এখানেই শেষ। কিন্তু আমি সেদিকে তাকাইনি, আমি আমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘এরকম উইকেটে কিভাবে নিজের সেরাটা দিতে পারি, আমি সবসময় তার ওপর ফোকাস করি। এজন্য আমি সবসময় বর্তমান পরিস্থিতির দিকে নজর দিয়ে থাকি এবং কি পদক্ষেপ নেওয়া জরুরি, সেটা করার চেষ্টা করি। এর বাইরে আমি যদি আশেপাশের দিকে নজর দিই, আবেগ এবং চাপ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এটা আমার জন্য কোন কাজে আসবে না।’

সম্পর্কিত খবর