বৃষ্টির কবলে পড়ে বিদায়ের দুয়ারে শ্রীলঙ্কা
শুরুর দুই ম্যাচে হার। তাতেই বিদায়ের খুব কাছে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। পরের দুই ম্যাচে জিততে হতো তাদের। কিন্তু এমন লড়াইয়ে তাদের পথ আগলে দাঁড়াল বৃষ্টি। লডারহিলে নেপালের বিপক্ষে তাদের ম্যাচটা মাঠেই গড়াতে পারল না বৃষ্টির কারণে।
লডারহিলে আজ দিনের পুরোটা সময়ই দুই দলকে দর্শক বানিয়ে মাঠে ‘খেলেছে’ বৃষ্টি। ম্যাচ মাঠেই গড়াতে পারেনি। টসও হয়নি এদিন।
তবে কাট অফ টাইমের অনেক আগেই আজ ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। তাদের সিদ্ধান্তে শ্রীলঙ্কান কোচ ক্রিস সিলভারউডকে মোটেও সন্তুষ্ট মনে হয়নি।
যদিও দুই আম্পায়ারের সিদ্ধান্তের পেছনে কারণ ছিল। লডারহিলের ড্রেনেজ সিস্টেম অতোটা উন্নত নয়। সে কারণেই ম্যাচটা একটু আগেভাগে শেষ করে দেওয়া হয়।
এই পয়েন্ট ভাগাভাগির ফলে দক্ষিণ আফ্রিকা চলে গেছে সুপার এইটে, প্রথম দল হিসেবে। বাংলাদেশেরও বেশ সুবিধা হলো। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে শেষ চার অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। ওদিকে শ্রীলঙ্কার আশা ক্ষীণ ছিল এই ম্যাচের আগে। এই ম্যাচের পর ক্ষীণতর হয়েছে সেটা। অনেক যদি কিন্তুর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।