তিন ম্যাচ জয়শূন্য থেকেও আশা আছে শ্রীলঙ্কার!

তিন ম্যাচ জয়শূন্য থেকেও আশা আছে শ্রীলঙ্কার!

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল শ্রীলঙ্কা। একগাদা রেকর্ড গড়ে ম্যাচটা হেরেছিল দলটা। এরপর শ্রীলঙ্কা দারুণ লড়েও হেরেছে বাংলাদেশের কাছে। তাতেই বিদায়ের দুয়ারে চলে গিয়েছিল তারা। 

শেষ আটে যেতে হলে পরের দুই ম্যাচের দুটোতেই জিততে হতো তাদের। কিন্তু এখানে এসে বাঁধ সাধল বৃষ্টি। নেপালের বিপক্ষে আজ সকালে মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। কিন্তু বৃষ্টির কারণে টসও হয়নি ম্যাচের। যে কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে নেপালের সঙ্গে।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে শ্রীলঙ্কা বিশ্বকাপে তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পেল না। তিন ম্যাচ থেকে এক নো রেজাল্টে ভর করে এক পয়েন্ট পেয়েছে দলটা। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই উঠে গেছে শেষ আটে। বাংলাদেশ আর নেদারল্যান্ডসের পয়েন্ট ২ ম্যাচ থেকে ২। 

শ্রীলঙ্কার আশা এখনও শেষ হয়ে যায়নি। পরিস্থিতি যদি নিজেদের পক্ষে আসে, তাহলেই ২০১৪ এর চ্যাম্পিয়নদের দেখা মিলবে সুপার এইটে।  পরিস্থিতিগুলো দেখে নেই চলুন–

কিংসটাউনে বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচটা বৃষ্টিতে ভেসে যেতে হবে। দুই দলের দুটোই তখন পাবে তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট। যদি কোনো এক দল ম্যাচটা জেতে, তাহলে বিদায় নিতে হবে শ্রীলঙ্কাকে। 

দক্ষিণ আফ্রিকা শুক্রবার নেপালকে হারাবে। নেপাল রোববার হারাবে বাংলাদেশকে। 

গ্রস আইলেটে রোববার নেদারল্যান্ডসকে হারাতে হবে শ্রীলঙ্কার।

সেক্ষেত্রে শ্রীলঙ্কা তিন পয়েন্ট নিয়ে শেষ করবে গ্রুপ পর্ব। বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডসের পয়েন্ট হবে তাই। তখন নেট রান রেট আসবে হিসেবে। শ্রীলঙ্কার নিশ্চিত করতে হবে তারা যেন নেট রান রেটে তারা যেন সবার ওপরেই থাকে। 

সম্পর্কিত খবর