অজিদের মধ্যে প্রথম হয়েও সাকিবের বহু পেছনে জ্যাম্পা

অজিদের মধ্যে প্রথম হয়েও সাকিবের বহু পেছনে জ্যাম্পা

বল হাতে সময়টা দুর্দান্ত কাটছে অ্যাডাম জ্যাম্পার। বিশ্বকাপে প্রথম তিন ম্যাচেই তার শিকার ৮ উইকেট। সবশেষ ম্যাচে নামিবিয়াকে তো জ্যাম্পা একাই ধসিয়ে দিয়েছেন ১২ রানে ৪ উইকেট তুলে। আর তাতেই একটা কীর্তি নামের পাশে জড়িয়ে গেছে এই ৩২ বছর বয়সী লেগির। প্রথম অস্ট্রেলীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ঢুকেছেন সাকিব-মুস্তাফিজ-টিম সাউদিদের অভিজাত ক্লাবে।

জ্যাম্পার মাইলফলকের ম্যাচে মাত্র ৭২ রানেই গুটিয়ে গেছে নামিবিয়া। এমন মামুলি লক্ষ্য মাত্র ৫.৪ ওভারে টপকে গেছে অস্ট্রেলিয়া। জয় তুলেছে ৮৬ বল ও ৯ উইকেট হাতে রেখে।

উইকেটের সেঞ্চুরি পেতে ৮৩টি ম্যাচের মধ্যে ৮২টি ম্যাচেই হাত ঘুরাতে হয়েছে জ্যাম্পাকে। এসময় ২১ গড়ে ৭.২০ ওভার প্রতি রান দিয়ে এই কীর্তি গড়েছেন জ্যাম্পা। এ তালিকায় অজিদের মধ্যে জ্যাম্পার পর অবস্থান মিচেল স্টার্কের। ৬২ ম্যাচে ৭৬ উইকেট তার।

অজিদের মধ্যে প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের বিবেচনায় বেশ পিছিয়েই আছেন জ্যাম্পা। এ তালিকায় ১২৩ ম্যাচে ১৫৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন টিম সাউদি। তালিকায় পরের নামটিই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১২৪ টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের শিকার ১৪৬ উইকেট। এ তালিকায় শীর্ষ পাঁচে আছেন মুস্তাফিজ। ৯৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ১২৩। আর জ্যাম্পা এ তালিকায় জায়গা পাওয়া ১৪ নম্বর বোলার।

সম্পর্কিত খবর