ইংল্যান্ডকে সেরা আটে দেখা যাবে তো?

ইংল্যান্ডকে সেরা আটে দেখা যাবে তো?

২০ দলের বিশ্বকাপ জমে গেছে ভালোভাবেই। প্রত্যেক গ্রুপে একটা করে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন কিংবা একটা হেভিওয়েট দল পড়ে আছে শঙ্কায়। বাংলাদেশের গ্রুপ ‘ডি’তে শ্রীলঙ্কা যেমন পড়ে আছে, বি গ্রুপে তেমনি বিপাকে পড়ে আছে ইংল্যান্ড। 

বি গ্রুপে ইংল্যান্ড দুই ম্যাচের একটিতে হেরেছে, একটি বৃষ্টিতে ভেসে গেছে। তাছাড়া গ্রুপের বাকি সব দল খেলেছে ৩ ম্যাচ। অস্ট্রেলিয়া ছয় পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দুইয়ে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ৫। ইংল্যান্ডের ওপরে আছে নামিবিয়া, তাদের পয়েন্ট ২। গ্রুপের তলানিতে থাকা ওমান তিন ম্যাচের তিনটিতেই হেরে বিদায় নিয়ে ফেলেছে। 

ইংল্যান্ডের আশা টিকে আছে এখনও। তাদের সমীকরণটা অবশ্য সহজ। নিজেদের ২ ম্যাচে জিততে হবে। এরপর স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচে হেরে যাক, তা চাইতে হবে। 

এরপরও ইংলিশদের কাজটা সহজ হবে না। কারণ স্কটল্যান্ড ওমানের বিপক্ষে ৪১ বল হাতে রেখে জিতে নেট রান রেটটাকে রীতিমতো আকাশেই তুলে দিয়েছে। ২.১৬৪ এখন তাদের নেট রান রেট। ওদিকে ইংল্যান্ড আছে -১.৮ নেট রান রেট নিয়ে।  

শেষ ম্যাচে যদি ১৬১ রান তাড়া করতে গিয়ে স্কটল্যান্ড ২০ রানে হারে, তাহলেও ইংল্যান্ডকে তাদের বাকি দুই ম্যাচ মিলিয়ে কমপক্ষে ৯৪ রানে জিততে হবে। 

তবে প্রার্থনা এখানেও করতে হবে তাদের। প্রকৃতিকেও পাশে পেতে হবে তাদের। কারণ আরও একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে তাদের আশাও শেষ হয়ে যাবে সাথে সাথে। 

 

সম্পর্কিত খবর