ম্যাক্সওয়েল-তাণ্ডবে অস্ট্রেলিয়ার রান পাহাড়

ম্যাক্সওয়েল-তাণ্ডবে অস্ট্রেলিয়ার রান পাহাড়

ডেভিড ওয়ার্নার আছেন দারুণ ছন্দে। তার সঙ্গে এবার যোগ হলেন খুনে গ্লেন ম্যাক্সওয়েলও। প্রথম জন সেঞ্চুরি করে ফিরে গিয়েছিলেন, পরের জনও তাই। তবে পার্থক্যটা হচ্ছে ম্যাক্সওয়েল সেঞ্চুরিটা করেছেন মাত্র ৪০ বলে। তাতেই হয়ে গেল বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। অস্ট্রেলিয়াও গড়ে বসল ৩৯৯ রানের পাহাড়। 

ডাচদের বিপক্ষে অস্ট্রেলিয়া জেতে টসে। অধিনায়ক প্যাট কামিন্স নেন ব্যাট করার সিদ্ধান্ত। শুরুতে অস্ট্রেলিয়া খানিকটা সাবধানীই ছিল। চতুর্থ ওভারেই খুইয়েছিল মিচেল মার্শকে। ওয়ার্নার শুরুতে স্মিথকে সঙ্গে নিয়ে সামাল দেন সে ধাক্কাটা। ২৪তম ওভারে স্মিথ ৭১ রানে বিদায় নিলে তার জায়গাটা নেন মারনাস লাবুশেন। তিনিও খেলেন ৪৭ বলে ৬১ রানের ইনিংস।

এরপর ওয়ার্নার তুলে নেন বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সেঞ্চুরিটা, তাও আবার টানা দুই ম্যাচে। তবে ডাচ বোলারদের দুর্দশা তার বিদায়েই শেষ হয়নি, বরং বেড়েছে বহুগুণে। ম্যাক্সওয়েল যে ছিলেন! দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই দিনকয়েক আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এইডেন মার্করাম। সেই মাঠেই বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এবার ভাঙেন ম্যাক্সওয়েল। ৪০ বলে করেন সেঞ্চুরি।

রেকর্ড অবশ্য একটা ডাচ বোলার বাস ডি লিডেও ভেঙেছেন। দশ ওভারে তিনি দিয়েছেন ১১৫ রান। আর তাতেই ১৭ বছর আগে মিক লুইসের দেওয়া ১১৩ রানের রেকর্ডটা ভেঙে দেন তিনি। 

সবকিছুর যোগফল অস্ট্রেলিয়ার রানের পাহাড়ই হতো। হয়েছেও তাই। ৩৯৯ রানে শেষ হয়েছে অজিদের ইনিংস। 

সম্পর্কিত খবর