ফোনে শাদাবের সমস্যা ধরিয়ে দিলেন আফ্রিদি
বল হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না শাদাব খানের। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচে ৫৪ রান খরচ করতে হয়েছিল তাকে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ৭ ওভারে খরচ করেছেন ৭৫ রান। বিশ্বকাপেও একই অবস্থা তার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারেই খরচ করেছেন ২৭ রান। এরপর তো শাদাবকে পরের দুই ম্যাচে বোলিংয়েও আনেননি অধিনায়ক বাবর আজম।
অথচ, অলরাউন্ডার হিসেবে শাদাবের ওপরই ভরসা রাখতে হচ্ছে পাকিস্তানকে। যদিও প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারছেন না তিনি। আর এই অবস্থায় শাদাবকে ফোন দিয়ে তার সমস্যা ধরিয়ে দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও স্পিনার শহীদ আফ্রিদি। একই সঙ্গে পরামর্শও দিয়েছেন। কেননা, তার বিশ্বাস, টুর্নামেন্টে ভালো করতে শাদাবের বোলিংয়ে বিকল্প নেই পাকিস্তানের।
শাদাবকে নিয়ে আফ্রিদি বলেন, ‘বল হাতে শাদাবের পারফর্ম করাটা খুব জরুরী। কেননা, তিনি যখনই পারফর্ম করেছেন পাকিস্তান জিতেছে। আমি অতীতে তার সব ম্যাচ দেখেছি। আমার তার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করেছি কে তাকে নির্দেশনা দিচ্ছে, সে কি কিছু করছে না। তাহলে কেন কীভাবে এমন ভুল করছেন। আপনাকে পরামর্শ দেওয়ার কেউ নেই?’
আফ্রিদি আরও বলেন, ‘আমি তাকে ফোন দিয়েছিলাম...কারণ আমি জানি সে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমি সব সময় চেষ্টা করি যারা কঠিন সময় পার করছেন তাদের সাহায্য ও অনুপ্রাণিত করার। সে কারণেই শাদাবের সঙ্গে কথা বলেছি। এবং তাকে জানিয়েছি সে কী ভুল করছে। আশা করি সে যদি অনুশীলনে এটা নিয়ে কাজ করে তবে আপনারা পার্থক্য দেখতে পাবেন।’
শাদাবের সমস্যা নিয়ে আফ্রিদি আরও বলেন, ‘আমি জানি শাদাবের উপর প্রচণ্ড চাপ রয়েছে। কিন্তু বড় খেলোয়াড়রা জানে কিভাবে এই ধরনের পরিস্থিতি থেকে নিজেদের বের করে আনতে হয়। আমি তার বোলিং নিয়ে এক-দুটি সমস্যা তার সাথে শেয়ার করেছি। আমি আশা করছি সে সেসব বিষয়ে কাজ করবে।’
প্রথম দুই ম্যাচ হারের পর কানাডার বিপক্ষে জয় পাওয়া এখনও সুপার এইটে খেলার সম্ভাবনা টিকে আছে পাকিস্তানের। তবে সেটা করতে সবশেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে হবে তাদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের দিকে।