কানাডাকে হারানোর পর পাকিস্তানের সমীকরণ কেমন?

কানাডাকে হারানোর পর পাকিস্তানের সমীকরণ কেমন?

নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে পাকিস্তান ছিল খাদের কিনারে। তবে কানাডার বিপক্ষে জয় তুলে নিয়ে দলটা আবারও সুপার এইটের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। তবে অন্য ম্যাচের দিকে তাকিয়ে তাদের থাকতেই হবে। 

অন্যদের ম্যাচ বলতে এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যাচের কথা। পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে। যুক্তরাষ্ট্রকে বাকি দুই ম্যাচেই হারতে হবে। 

পাকিস্তানের নেট রান রেট এখন ০.১৯১। যার ফলে আয়ারল্যান্ডকে হারালে আর যুক্তরাষ্ট্র বাকি দুই ম্যাচে সব মিলিয়ে ১০ রানে হারলেই পাকিস্তান চলে যাবে সুপার এইটে।  

তবে পাকিস্তানকে এবার তাকিয়ে থাকতে হবে আবহাওয়ার দিকেও। লডারহিলে শেষ এক সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছে বেশ। সেখানেই পাকিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে। যদি যুক্তরাষ্ট্র একটা পয়েন্ট পায় পরিত্যক্ত ম্যাচ থেকে অথবা পাকিস্তান পয়েন্ট হারিয়ে বসে একই কারণে, তখন পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায়ই নিতে হবে। 

সম্পর্কিত খবর