ইংল্যান্ডকে বিদায় করতে অস্ট্রেলিয়ার ‘নীল নকশা’

ইংল্যান্ডকে বিদায় করতে অস্ট্রেলিয়ার ‘নীল নকশা’

স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এরপর দ্বিতীয় ম্যাচে ইংলিশরা হেরে বসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর তাতে করে শঙ্কায় পড়ে গেছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা। অন্যদিকে এই গ্রুপ থেকে এরইমধ্যে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে সুপার এইটে পা রেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে অবস্থান স্কটল্যান্ডের।

কাজেই শেষ দুই ম্যাচ যদি জিতেও যায় ইংল্যান্ড; এরপরও স্কটল্যান্ডের সঙ্গে নেট রান রেটের সমীকরণ মেলাতে হবে তাদের। তবে কোনো কারণে যদি গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পায় স্কটল্যান্ড তবে বিদায় নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। আর সেটিই চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়াকে কারসাজির পরামর্শও দিয়েছেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইচ্ছে করে ইংল্যান্ডকে বিদায় করা উচিত কিনা অস্ট্রেলিয়ার এমন প্রশ্নে পেইন বলেন, ‘অবশ্যই তাদের উচিত (ফলাফল কারসাজি করা)। আমি মোটেও রসিকতাও করছি না। আমি গত কয়েকদিনে এই বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। আমি খুবই গুরুতর এই বিষয়ে। আমি নিশ্চিত নই যে নেট রান রেট কেমন দেখাচ্ছে। আপনাকে ম্যাচ হারাতে হবে না, তবে আপনি চাইলে স্কটল্যান্ডকে যথেষ্ট কাছাকাছি নিয়ে যেতে পারেন।’

স্কটল্যান্ডকে ঠিক কীভাবে উপকার করতে পারে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে বিদায় নিশ্চিত করতে পারে ইংলিশদের সেটাও পরিষ্কার করেছেন পেইন। বলেন, ‘আমরা যেন নিজেদের থেকে খুব বেশি এগিয়ে না যাই। স্কটল্যান্ড একদিন হারতেই পারে। কিন্তু এটা হোক স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে ১৪০ রান করুক এবং আমরা সেটা ১৯.৫ ওভারে তাড়া করি। যাতে তাদের বড় নেট রান রেট হারাতে না হয়।’

সম্পর্কিত খবর