ট্রলের শিকার হয়েই চলেছেন আজম খান
বেশ কয়েকদিন ধরেই তীব্র সমালোচনার শিকার হচ্ছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার আজম খান। বিশেষ করে তার অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং মাঠে খারাপ পারফর্ম্যান্সের কারণে তাকে সমালোচনা শুনতে হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হয়েছিল, কিন্তু তিনি সে ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। ফলে তাকে পরবর্তী দুই ম্যাচে স্কোয়াডের বাইরে রাখা হয়।
আজম খানের দল থেকে বাদ পড়ার অন্যতম কারণ ছিল টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড়। তরুণ এই ক্রিকেটারের ব্যাটিং গড় মাত্র ৮.৮০। তাছাড়া ফিটনেস ইস্যু এবং ওজন সংক্রান্ত সমস্যার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে স্কোয়াডের বাইরে রাখে পাকিস্তান। এমনকি ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের কয়েক ঘন্টার মধ্যে এই ক্রিকেটারকে স্ট্রিট ফুড কর্ণারে ফাস্ট ফুড খেতে দেখা যায়। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভক্তরা তাকে নিয়ে আরও বেশি সমালোচনা শুরু করেন।
গতকাল (মঙ্গলবার) কানাডার বিপক্ষে ম্যাচের সময় আজম খানকে ডাগআউটে বসে খাবার চিবাতে দেখা যায়। তার এমন আচরণের ফলে দর্শকরা মনে করছেন তরুণ ক্রিকেটার তার সমস্যাগুলো কখনোই সমাধান করতে আগ্রহী না। খাওয়াদাওয়াই তার মূল লক্ষ্য।
কানাডার বিপক্ষে পাকিস্তান যখন রান তাড়া করতে নামে, তখন বাবর আজমের পাশে বসে খাবার খাচ্ছিলেন আজম খান। টেলিভিশন লাইভে এই দৃশ্য ধরা পড়ার পর থেকে আজম খানকে নিয়ে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা আরও বেশি ট্রল শুরু করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ পাকিস্তানি ক্রিকেট ভক্তরা আজম খানকে নিয়ে ট্রলের প্রতিযোগীতায় মেতে উঠেছেন। কেউ কেউ বলছেন, ক্রিকেট খেলার জন্য না, বরং যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটানোর জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গতকাল কানাডার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান, সুপার এইটে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে তাদের জয়ের কোন বিকল্প ছিল না। আগামী ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে পাকিস্তান।