নিউজিল্যান্ডের সামনে সুপার এইটের হিসেবটা কেমন?
বিশ্বকাপে নিউজিল্যান্ড খেলেছে মোটে একটা ম্যাচ। কিন্তু ওই একটা ম্যাচই কিউইদের সম্ভাবনা কমিয়ে দিয়েছে অনেকটা।
তাদের নেট রানরেট নেমে গেছে অনেক নিচে। তাতে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার শঙ্কা জেগেছে নিউজিল্যান্ড শিবিরে।
আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড শুধু হারেইনি, হেরেছে ৮৪ রানের ব্যবধানে। যার ফলে তাদের নেট রান রেট দাঁড়িয়েছে -৪.২ তে। আফগানিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচ মিলিয়ে ২০৯ রানের ব্যবধানে জিতেছে। যার ফলে আফগানদের নেট রান রেট দাঁড়িয়েছে ৫.২২৫।
গ্রুপের অন্য দল উগান্ডাকে উইন্ডিজ আর আফগানিস্তান দুই দলই হারিয়েছে ১২০ রানের ব্যবধানে। নিউজিল্যান্ডকেও তাই করতে হবে। তবে তার আগেও কাজ আছে তাদের। আজ বুধবার ভার্চুয়াল নকআউট ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে হবে উইন্ডিজকে।
সেটা না হলে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে সুপার এইটে। পরদিন পাপুয়া নিউগিনিকে হারিয়ে আফগানিস্তানও তাদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় থাকবে। আর নিউজিল্যান্ডের শেষ দুই ম্যাচ উগান্ডা আর পাপুয়া নিউগিনির বিপক্ষে। ম্যাচদুটো অর্থহীন দুটো ম্যাচে পরিণত হবে।