‘আয়নায় তাকিয়ে নিজেদেরই বলা উচিত আর খেলব না’
টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে পাকিস্তান। এরপর থেকেই দলটিকে নিয়ে চলছে সমালোচনা। সেই সমালোচনা আরও বাড়ে ভারতের বিপক্ষে হেরে সুপার এইটে খেলা অনিশ্চয়তায় পড়ে গেলে। যদিও নিজেদের সবশেষ ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। তবে তাতে এখনও অনিশ্চয়তা দূর হয়নি পাকিস্তানের সুপার এইটে খেলার। সবশেষ ম্যাচেও কানাডার বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলতে পারেন দলটি।
আর এই অবস্থায় কানাডার বিপক্ষে ম্যাচ শুরুর আগে স্টার স্পোর্টসে ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তার মতে, দলের ভেতর ক্রিকেটারদের মধ্যে কোন্দল রয়েছে। আর এমনটি চলতে দেওয়া যেতে পারে না। বোর্ডের উচিত নতুন করে দল ঘটন করা। আর বর্তমান ক্রিকেটারদের আয়নায় মুখ দেখে নিজেরাই নিজেদেরকে বলা যে আর খেলব না।
দলের কোন্দলের বিষয় নিয়ে ওয়াসিম বলেন, ‘তাদের যথেষ্ট সমর্থন করা হয়েছে, আমি যা বলব সেটা এখন ভাইরাল হয়ে গেলেও আমি পরোয়া করি না। কেননা, কাউকে তো এই পাকিস্তান ক্রিকেট দল সম্পর্কে সত্য কথা বলতে হবে। দলের কারো মেজাজ খারাপ, একজন অন্যজনের সঙ্গে কথা বলছে না! সবকিছুরই একটা সীমা আছে।’
ওয়াসিম আরও বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর না। নতুনদের নিয়ে আসুন, একটি নতুন পাকিস্তান দল তৈরি করুন। যুক্তরাষ্ট্রে খেলা দেখতে আসা পুরো পাকিস্তান সম্প্রদায় এখন হতাশ। তারা উদযাপন করছিল যে আমরা (ভারতের বিপক্ষে) অনেকদিন পর জিততে যাচ্ছি। তাও এত বড় দলের বিপক্ষে কিন্তু তারা (পাকিস্তান দল) বলেছে, ‘না, আমরা জিততে চাই না।’
ক্রিকেটারদের নিজেদেরই আর খেলব না বলে জানানো উচিত বলে মনে করেন ওয়াসিম। বলেন, ‘এখন তাদের বিদায় নেওয়া উচিত, আয়নায় নিজেদের দেখে নিজেকে বলা উচিত আর খেলব না...। তাদের (পাকিস্তান ক্রিকেট বোর্ড) প্রতি আমার পরামর্শ একটি নতুন দল গড়ুন। নতুনদের খেলতে দিন। আমরা হয়তো হারব কিন্তু এক বছরের মধ্যে একটি দল তৈরি হবে।’