সুপার এইটে উইন্ডিজ, বিদায়ের শঙ্কায় নিউজিল্যান্ড
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর থেকেই নিউজিল্যান্ড পড়ে গিয়েছিল বিদায়ের শঙ্কায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে সে শঙ্কাটা একটু হলেও কমাতে পারত কেন উইলিয়ামসনের দল। কিন্তু তা তারা আর পারলেন কই? স্বাগতিক ক্যারিবীয়দের কাছে ১৩ রানে হেরেছে দলটা। তাতে বিদায়ের একেবারে কাছে চলে গিয়েছে তারা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ টস জিতে বোলিং নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। পাওয়ারপ্লেতে ২৩ রানে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নিয়ে দলটা শুরুটাও করেছিল ভালো। এরপর ৫ উইকেট নেই হয়ে যায় ৩০ রানে।
সেখান থেকে যে উইন্ডিজ ১৪৯ রান তুলতে পারল, তার কৃতিত্বটা শেরফান রাদারফোর্ডের। ২ চার আর ৬ ছক্কায় তিনি খেলেন ৩৯ বলে ৬৮ রানের ইনিংস। তবে শেষ দুই ওভারের আগ পর্যন্ত তার ইনিংসটাকে এমন অতিমানবীয় মনে হয়নি। খানিকটা রয়ে সয়ে খেলছিলেন, দেখে মনে হচ্ছিল কোনো তাড়াই নেই বুঝি তার! ১৮ ওভার শেষে উইন্ডিজের রান ছিল ১১২, রাদারফোর্ড ছিলেন ২৭ বলে ৩১ রান নিয়ে। সেখান থেকে পরের দুই ওভারে তিনি তুললেন ৩৭ রান। আর তাতেই মোমেন্টামটা পেয়ে যায় উইন্ডিজ।
সে মোমেন্টামটা ধরে রেখে বোলিংয়ে ফিরে নিউজিল্যান্ডকে নাড়িয়ে দেয় দলটা। মন্থর গতির উইকেটে কিউইদের শুরুটা করতে হতো নিখুঁত। ক্যারিবীয় বোলাররা তা হতে দেননি। প্রথম ৭ ওভারে ৪৫ রান তুলতে নিউজিল্যান্ড হারায় ৩ উইকেট। এরপর রাচিন রবীন্দ্র আর ড্যারেল মিচেলও যখন ফিরছেন, তখন কিউইদের রান ৫ উইকেটে ৬৩, ওভার চলে গেছে ১১টা।
গ্লেন ফিলিপস একাই চেষ্টা করেছিলেন। ৩৩ বলে ৪০ রানের ইনিংসে একটু আশার আলো দেখছিল কিউইরা। শেষমেশ তার বিদায় শেষ হয় সে আসা। এরপর শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৩৩ রান। শুরুর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে মিচেল স্যান্টনার একটা আশা দেখিয়েছিলেন আবার। তবে এরপর আরেক ডটবলে সেটাও ভেঙে চুরমার হয়। পরে আরও একটা ছক্কা মেরেছেন বটে। কিন্তু তা নিউজিল্যান্ডের হারের ব্যবধানটাই কমাতে পেরেছে, জয় এনে দিতে পারেনি।
এই হারের ফলে সি গ্রুপের তলানিতে চলে গেছে নিউজিল্যান্ড। পরের রাউন্ডে যাওয়ার আশাটাও ঝুলছে সুতোয়। তবে যে শর্তটা এখন চলে এসেছে তাদের সামনে, সেটা অবাস্তবের চেয়েও বেশি কিছু বলে মনে হচ্ছে। পরের রাউন্ডে যেতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে তাদের, সেটা জানা কথা। তবে আফগানিস্তানকে হারতে হবে পরের দুই ম্যাচেই। একটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্য ম্যাচের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। দ্বিতীয় বার বিশ্বকাপ খেলতে আসা দলটা আফগানিস্তানকে হারিয়ে দেবে, তা বোধ হয় পাঁড় নিউজিল্যান্ড ক্রিকেট ভক্তও আশা করছেন না! আর তাই নিউজিল্যান্ডের বিদায়টা কাল ভোরেই নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশ জোরালো মনে হচ্ছে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (রাদারফোর্ড ৬৮*, পুরান ১৭; বোল্ট ১৬-৩, সাউদি ২১-২, ফার্গুসন ২৭-২)
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৬/৯ (ফিলিপস ৪০, অ্যালেন ২৬; জোসেফ ১৯-৪, মোতি ২৫-৩)
ফলাফল– ওয়েস্ট ইন্ডিজ ১৩ রানে জয়ী।