সাকিবের পারফর্ম্যান্স নিয়ে শান্তর ভাবনা

সাকিবের পারফর্ম্যান্স নিয়ে শান্তর ভাবনা

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। বিশ্বকাপের মতো মঞ্চে তার কাছে তাই চাওয়াটাও অনেক বড়। কিন্তু সে সাকিব আল হাসান এবারের বিশ্বকাপে বড্ড বিবর্ণ। ব্যাট হাতে রান পাচ্ছেন না একটুও। তার ওপর বোলিংয়েও নেই ছন্দে। সব মিলিয়ে দল তার কাছ থেকে উপকৃত হচ্ছে না মোটেও।

তবে তার এমন পরিস্থিতিতেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে নিয়ে ভাবনায় নেই একদম। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টা জানান বাংলাদেশ অধিনায়ক। তার অভিমত, শুধু তিনি নন, তার দলও সাকিবকে নিয়ে ভাবনায় নেই একেবারেই। 

তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফর্ম করেছেন। মানুষের চাওয়া থেকে গুরুত্বপূর্ণ তিনি নিজে নিজের কাছে যেটা আশা করছেন সেটা। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।’

গেল বিশ্বকাপ চলাকালে সাকিব আল হাসানের চোখে সমস্যা দেখা দেয়। যে কারণে এবারের বিপিএলে তাকে চশমা চোখে দিয়েও ব্যাট করতে দেখা গিয়েছিল। সে সমস্যা এখনও তাকে মাঠে তাড়া করে বেড়াচ্ছে কি না, তেমন এক প্রশ্ন ধেয়ে গিয়েছিল শান্তর কাছে। 

জবাবে তিনি বলেন, ‘না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন। এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে। অধিনায়ক হিসেবে আমি এটাকে চাপের মনে করছি না। আমি জানি তিনি নিজে তা বোধ করছেন না। কারণ তিনি অভিজ্ঞ। তিনি ভালোভাবেই কামব্যাক করবেন বলে আমার মনে হয়।’

সম্পর্কিত খবর