নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

আরও এক বিশ্বকাপ, আবারও বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি। এই নিয়ে টানা তিন আইসিসি ইভেন্টে তাদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

এবার অবশ্য বাংলাদেশের সামনে আছে বড় অর্জনের হাতছানি। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই সুপার এইট চলে আসবে হাতছোঁয়া দূরত্বে। 

এই ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। উইকেটের পরিস্থিতি বিচারে আজ একাদশে আসতে পারেন শেখ মেহেদি হাসান। স্পিনার হিসেবে তার মুন্সিয়ানা তো আছেই, উপরি পাওনা হিসেবে আসবে তার ব্যাটিংও।

সেক্ষেত্রে তাকে দলে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়তে পারেন আগের ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষিক্ত হওয়া জাকের আলী অনিক। 

ওদিকে এই ম্যাচে নেদারল্যান্ডস আসছে প্রায় নিখুঁত এক একাদশ নিয়ে। যে দল নিয়ে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রায় ধরাশায়ী করেই ফেলেছিল, সেই একই দল নিয়ে আজ বাংলাদেশের মুখোমুখি হতে পারে ডাচরা। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ–
মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডা, স্কট অ্যাডওয়ার্ডস, তেজা নিদামানুরু, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকারেন, ভিভিয়ান কিংমা।

সম্পর্কিত খবর