ডাচদের বিপক্ষে পরিসংখ্যানে বাংলাদেশের স্বস্তি

ডাচদের বিপক্ষে পরিসংখ্যানে বাংলাদেশের স্বস্তি

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার এইটে খেলা। অন্যদিকে হারলে শঙ্কায় পড়ে যাবে সুপার এইটের স্বপ্ন। নেদারল্যান্ডসের সামনেও সমীকরণ অনেকটা একই। তাই দু’দলই মুখিয়ে জয় তুলে সুপার এইটের লড়াইয়ে এগিয়ে যেতে। তবে এই ম্যাচে নামার আগে বাংলাদেশকে স্বস্তিই দিচ্ছে দুই দলের অতীত পরিসংখ্যান।

ডাচদের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৩টি তেই জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডাচদের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। ডাচদের বিপক্ষে এক মাত্র হার সেই ২০১২ সালে। সেবার নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে শেষ বলে নাটকীয়ভাবে ১ উইকেটের জয় পেয়েছিল ডাচরা।

তবে ডাচরা চাইলে স্বস্তিই খুঁজে নিতে পারে এই পরিসংখ্যানের পাতা থেকে। সবশেষ ভারত বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর সুখ স্মৃতি রয়েছে তাদের। কলকাতার ইডেন গার্ডেনে হওয়া সেই ম্যাচে ডাচদের কাছে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এর আগেও ডাচদের বিপক্ষে ওয়ানডে হারের ইতিহাস আছে বাংলাদেশের। তাছাড়া ওয়ানডেতে বাংলাদেশের সঙ্গে খেলা ৩ ম্যাচের ছোট পরিসংখ্যানে বাংলাদেশকে দুটিতেই হারানোর কীর্তি আছে ডাচদের।

তবে ক্রিকেট তো দিন শেষে কেবল পরিসংখ্যানের খেলা নয়। নিজেদের দিনে সেরা খেলাটা খেলেই ম্যাচ জিততে হয়। বাংলাদেশ নিশ্চয় সেটিই চাইবে। ডাচরাও নিশ্চয় বাংলাদেশকে হারিয়ে সুপার এইটে খেলার সুযোগ হেলায় হাতছাড়া করতে চাইবে না। অবশ্য এ ম্যাচে হেরে গেলেও সুযোগ থাকবে দু’দলের সামনেই। তবে সেক্ষেত্রে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের সঙ্গে মেলাতে হবে রান রেটের কঠিন সমীকরণটাও। সঙ্গে প্রত্যাশা করতে হবে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারের।

সম্পর্কিত খবর