সাকিব দ্রুতই ফর্মে ফিরবে, বিশ্বাস তামিমের 

সাকিব দ্রুতই ফর্মে ফিরবে, বিশ্বাস তামিমের 

‘যত দ্রুত হোক সে ফর্মে ফিরবে, রান করবে এবং উইকেট তুলে নিবে। সে এই ধরণেরই খেলোয়াড়।’ কথাগুলো পুরনো বন্ধু সাকিবকে নিয়ে তামিমের। সেটিও বছর তিনেক আগে, ২০২১ সালের জুলাইয়ে। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২১ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর কিছুটা ছন্দহীন ছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে তাকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। সেখানেই সাকিব পাশে পেয়েছিলেন বন্ধু তামিমকে। 

সেখান থেকে পেরিয়েছে পুরো তিন বছর। বদলেছে অনেক কিছু। ভেঙেছে তাদের বন্ধুত্ব। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেন না একসঙ্গেও। তবে ফের যখন সাকিব মাঠে পার করছেন নিষ্প্রভ সময় সেখানে আরও একবার পাশে পেলেন তামিমকে। দুজনের নিজেদের মধ্যে এখন কোনোরূপ কথাও হয়না, তবে সাকিবের অভিজ্ঞতায় এখনো বিশ্বাস আছে তামিমের। এবং সাকিব দ্রুতই ফর্মে ফিরবেন বলেও বিশ্বাস আছে তার। 

আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের খেলা থেকে এখন অনেকটাই দূরে তামিম। তবে চলতি বিশ্বকাপে তাকে নিয়মিত দেখা যাচ্ছে ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায়। বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ সামনে রেখে ক্রিকইনফোর আলাপেও ছিলেন তিনি। সেখানে কথা বলেন সাকিবকে নিয়ে। 

বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে একটিও উইকেট পাননি সাকিব। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৪৭ উইকেট তারই। ব্যাট হাতেও তিনি নেই ছন্দে। এতেই একাদশে তার জায়গা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এদিকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও সোজা পাঁচে নেমে গেছেন। সব মিলিয়ে মাঠের সময়টা বেশ খারাপ পার করছেন সাকিব। 

এমন অবস্থায় সাকিবকে কোনো পরামর্শ দিতে চান না তামিম। কারণ তার অভিজ্ঞতায় এখনো বিশ্বাস আছে দেশের সাবেক এই অধিনায়কের। ক্রিকইনফোর সেই আলাপে তামিম বলেন, ‘আমার পরামর্শের চেয়েও বেশি জরুরি যে, সে (সাকিব) নিজের ক্যারিয়ারে এসব অনেক দেখেছে। সে অনেক অভিজ্ঞ। আমি নিশ্চিত সে ভালো করবে।’

ব্যক্তিগত অর্জন বা দলের হয়ে দারুণ কিছু করা, সাকিবের এই ক্ষেত্রের ঝুলিটা একদম পরিপূর্ণ। তাই এমন অবস্থা থেকে সাকিব অনায়াসেই বেরিয়ে আসবে বলেও আশা রাখছেন তামিম। ‘গত এক বছরে সে হয়তো খুব একটা রান করেনি। তবে আমার পূর্ণ বিশ্বাস সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করবে এবং ব্যাটে-বলের দলের হয়ে অবদান রাখবে।’

সম্পর্কিত খবর