সুপার এইটে খেলা নিয়ে আত্মবিশ্বাসী শান্ত
সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ ম্যাচ হাত ফসকে না গেলে হয়তো সুপার এইটের সমীকরণ মেলানো নিয়ে কোনো প্রশ্নের মুখে পড়তে হতো না বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তকে। তবে সুপার এইটে খেলার এখনও বেশ ভালো সুযোগ আছে বাংলাদেশের সামনে। সেটা করতে গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ জিততে হবে বাংলাদেশ।
তবে একটিতে হরলেও সুযোগ হয়তো থাকতে; তবে তখন মেলাতে হবে সেই যদি কিন্তুর কঠিন সব সমীকরণ। এত কিছুতে না গিয়ে সহজ করেই ভাবছে বাংলাদেশ। পরের দুই ম্যাচ জিতে সুপার এইটের সমীকরণ মেলানোর ব্যাপারে আত্মবিশ্বাসীও দল। ডাচদের বিপক্ষে ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
সুপার এইটে খেলার সুযোগ নিয়ে শান্ত বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা জেতার জন্যই খেলব। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। প্রত্যেকটা খেলোয়াড় চিন্তাভাবনার দিক থেকে খুব ভালো অবস্থানে আছে। আশা করছি ভালো একটা ম্যাচই হবে।’
সুপার এইট নিয়ে শান্ত আরও বলেন, ‘আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। আমরা বেশ আত্মবিশ্বাসী, আমরা যদি নিজেদের শক্তিকে কাজে লাগাতে পারি, তাহলে সুপার এইটে খেলতে পারব।’
প্রথম দুই ম্যাচের কোনোটিতেই বাংলাদেশের পুরো ব্যাটিং ইউনিট একজোট হয়ে পারফর্ম করতে পারেনি। ডাচদের বিপক্ষে ম্যাচের আগে এটা অধিনায়ক হিসেবে শান্তর ভাবনার কারণ কিনা। এমন প্রশ্নে তিনি বলেন, ‘ব্যাটারদের দুই তিন জন ভালো ব্যাট করছে। লিটন ভালো ইনিংস খেলেছে, হৃদয় ভালো ব্যাট করছে, রিয়াদ ভাই টাচে আছে। টি-টোয়েন্টিতে আমি মনে করি যে ভালো ব্যাটিং করছে, তার ওই দিনটা ভালোভাবে শেষ করাটা গুরুত্বপূর্ণ। আমি কখনোই আশা করি না যে ৭ ব্যাটারই ভালো করবে। আমি আশা করব যে ব্যাটারটা সেট হবে, ও খেলাটা শেষ করে আসবে। ওপর থেকে হলে ভালো, কিন্তু আমি চাই যে যে সেট হবে, সে যেন খেলাটা শেষ করে।’
ডি গ্রুপে এরইমধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে দুই নম্বরে অবস্থান বাংলাদেশের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে তিন নম্বরে ডাচরা। ২ ম্যাচে ১ পয়েন্ট নেপালের। অন্যদিকে ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট শ্রীলঙ্কার।