ইংল্যান্ডের বিদায় চান হ্যাজেলউড, মজা বলে উড়িয়ে দিলেন মট

ইংল্যান্ডের বিদায় চান হ্যাজেলউড, মজা বলে উড়িয়ে দিলেন মট

বৃষ্টির কারণে স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছে ইংল্যান্ডকে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর অন্যদিকে টানা ৩ জয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচ জিতে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথে পা বাড়িয়েছে স্কটল্যান্ডও। আর তাতে শঙ্কায় পড়ে গেছে ইংল্যান্ডের সুপার এইটে খেলা। এর মাঝে আবার অজি পেসার জশ হ্যাজেলউড জানিয়েছেন, ইংল্যান্ডের বিদায় দেখতে চান তারা। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে যা শঙ্কা বাড়িয়ে তুলছে ইংল্যান্ডের। যদিও হ্যাজেলউডের এমন কথা মজা হিসেবেই নিয়েছেন ইংলিশ কোচ ম্যাথিউ মট।

ইংল্যান্ড দলের বিদায় দেখা নিয়ে হ্যাজেলউড বলেন, ‘এক টুর্নামেন্টে সম্ভবত আপনি দ্বিতীয়বার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে চাইবেন না। কারণ, তারা সেরা দলগুলোর মধ্যে একটি। তাছাড়া টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে আমাদের অনেক সংগ্রাম করতে হয়। কাজেই আমাদের নিজেদের স্বার্থেই আমরা ইংল্যান্ডের বিদায় দেখতে চাইব। আমার মনে হয় বাকি দলগুলোও এর সাথে দ্বিমত পোষণ করবে না। কাজেই এটা দেখতে পেলে বেশ আকর্ষণীয়ই হবে।’

নিউ সাউথ ওয়েলসের কোচিং করানোর সময় হ্যাজলউডের কোচ ছিলেন মট। কাছ থেকে দেখেছেন হ্যাজেলউডকে। আর সে কারণেই তার বিশ্বাস হ্যাজেলউড হয়তো মজা করেই বলেছে ইংল্যান্ডের বিদায়ের কথা।

যা নিয়ে মট বলেন, ‘আমি জশকে খুব ভালভাবে চিনি এবং আমি তার সততা জানি। সে হাস্যরসের জন্য খুব ভালো উপলক্ষ পেয়েছে। আমি আশা করছি এটি নিছক মজা ছিল। আমি আসলে মনে করি না তারা কখনোই এমন ভাবনা নিয়ে খেলতে যাবে। আমি অস্ট্রেলিয়ায় বড় হয়েছি, প্রতিটি ম্যাচ জয়ের ইচ্ছা নিয়েই খেলে তারা। আমি নিশ্চিত সামনের ম্যাচেও তারা তাই করবে। কাজেই আমার মনে হয় সে মজা করেছেন।’

গ্রুপপর্বে ইংল্যান্ডের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ওমান ও নামিবিয়া। যে ম্যাচে জয় চায় তাদের। ম্যাচ দুটি মাঠে গড়াবে আগামী ১৪ ও ১৫ জুন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটিশদের বড় হারই প্রত্যাশা করছে ইংল্যান্ড।

সম্পর্কিত খবর