‘এমন রাজা দিয়ে আমরা কি করব যিনি জেতাতে পারেন না ’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪ হাজার ১১৩ রান বাবর আজমের নামের পাশে। ছাড়িয়ে গেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির কীর্তিকেও। এই ফরম্যাটে ব্যাটারদের তালিকায় তার অবস্থান তালিকার ৪ নম্বরে। অনেকে প্রায়শই বিরাট কোহলির সঙ্গে তুলনা করে বাবর আজমের। কোহলির মতো বারকেও অনেকে ‘কিং’ বলে আখ্যায়িত করে। আর এখানটাতেই যত আপত্তি পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য আহমেদ শেহজাদের। তার প্রশ্ন এমন রাজা দিয়ে আমরা কি করব?
বাবর আজমকে নিয়ে এই সমালোচনার কারণ মূলত, চলতি বিশ্বকাপে তার নেতৃত্বে পাকিস্তান দলের পারফরম্যান্স। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে গেছে বাবরের দল। কানাডার বিপক্ষে ম্যাচ জিতলেও শঙ্কা কাটেনি সুপার এইটে খেলা। অধিনায়ক হিসেবে দলকে ব্যাট হাতে নেতৃত্ব দিতে পারেননি বাবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৪ রানের ইনিংস খেললেও দিনশেষে তা দলের জয়ে কোনো ভূমিকা রাখেনি। যা নিয়েই ক্ষোভ ঝেড়েছেন শেহজাদ।
বাবরকে নিয়ে শেহজাদ বলেন, ‘আপনি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় বলে দাবি করেন। তার আগে আমাকে ব্যাখ্যা করুণ আপনার ১৪০০ রান কীভাবে হারা ম্যাচ থেকে আসে। আপনি কি ধরনের রাজা বা এক নম্বর ব্যাটসম্যান যে কিনা ১৪০০ রান ও বিশ্বের তিন নম্বরে আছেন। অথচ যখনই তিনি রান করে তখনই তার দল হেরে যায়।?’
দলীয় সাফল্যের চেয়ে ব্যক্তিগত অর্জনকে বড় করে দেখার জন্যও বাবরকে সমালোচনা করেছেন তিনি। বলেন, ‘আপনি সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো অর্জনগুলিকে এতটাই হাইলাইট করেছেন যে আপনি পাকিস্তানি জনসাধারণকে বোকা বানিয়েছেন।’
বাবরের নেতৃত্বে দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন শেহজাদ। বলেন, ‘আপনি তরুণ খেলোয়াড়দের ব্যবহার করছেন অথচ যাদের গ্রুমিং দরকার এবং যারা নাকি সোশ্যাল মিডিয়ায় সমালোচিত। সাইম আইয়ুব এবং আজম খানের দিকে তাকান। যারা কিনা দুটি ঘরোয়া ম্যাচ খেলে এবং ইনজুরির কথা বলে বাইরে চলে যায়। কিন্তু যখন পিএসএল এবং পাকিস্তান ক্রিকেট আসে, তারা আবার ফিট হয়ে যায়।’