‘বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে মাহমুদউল্লাহ’
কিছুতেই যেন কিছু হচ্ছে না। হারের বৃত্ত ভাঙতে নেমে উল্টো প্রতিপক্ষের তাণ্ডবের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে ১৪৯ রানে হারের পর তো সেমিফাইনালের পথটাও অনেকটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ দলের। সমীকরণটা এমন যে বাকি চার ম্যাচের চারটিতেই জিততে হবে বাংলাদেশ দলকে।
তবে এই অবস্থায়ও যে ঘুরে দাঁড়ানো সম্ভব তাই মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তার মতে, সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচেও মাহমুদউল্লাহকে দেখে উজ্জীবিত হতে পারে বাকিরা। আর তাতেই ধরা দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য।
নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশি ব্যাটারদের টানা ব্যর্থতার জন্য এখানকার উইকেটকেই দায়ী করেছেন তিনি। সেই সঙ্গে বিশ্বমঞ্চে সাফল্য পেতে কি করা উচিত বাংলাদেশের তাও জানিয়েছেন সাবেক পিসিবির এই প্রধান। বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট নিয়ে রমিজ বলেন, ‘বাংলাদেশের উচিত গতিময় উইকেট বানানো। যাতে ব্যাটসম্যানরা ফাস্ট বোলারদের মোকাবিলা করতে পারে। এতে তাদের ক্রিকেটেরই উন্নতি হবে। স্পিনারদেরও বাউন্সি উইকেট দরকার। নিজ দেশে টার্নিং উইকেট না বানিয়ে আপনি যদি বাউন্সি উইকেট বানান তবে সেখানে টার্ন না হলেও বোলাররা সফল হতে পারে। বাউন্সি উইকেটে ব্যাটিং–বোলিং দুটোরই উন্নতি হবে। এমনটা হলে আপনাকে বিশ্ব মঞ্চে এমন একপেশে ম্যাচ আর দেখতে হবে না।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহর সেঞ্চুরির প্রশংসা করে রমিজ বলেন, ‘দলের প্রথম ৫–৬ জনের মধ্যে যদি কেবল একজন দুই অঙ্ক স্পর্শ করে, তাহলে আপনি রান তাড়া কীভাবে করবেন। তাছাড়া মুশফিক ও সাকিব যদি তাড়াতাড়ি আউট হয়, দল তো চাপে পড়বেই। তবে এরমধ্যেও মাহমুদউল্লাহ দারুণ একটি ইনিংস খেলেছে। সে চুপচাপ থেকে ব্যাটিং করে যায়। বিশ্বকাপ দলে শুরুতে তার নাম না থাকলেও পরে দলে ঢুকেছে। এরপরও সে অসাধারণ ইনিংস খেলেছে। বিশ্বকাপে সে আগেও ভালো করেছে। এটা তার তৃতীয় সেঞ্চুরি। তার হেলমেটে বল লেগেছিল। কিন্তু এরপরও সে হুক পুল অনেক ভালো খেলেছে।’
বাংলাদেশের ড্রেসিং রুমে মাহমুদউল্লার এই সেঞ্চুরিটি বেশ প্রভাব ফেলবে বলেই মনে করেন রমিজ, ‘এই ইনিংসটি বাংলাদেশের ড্রেসিংরুমে বাকি ব্যাটসম্যানদের একটি বার্তা দিয়েছে। সে জানিয়েছে, মনে জেত থাকলে, আবেগ থাকলে, ব্যাকফুটে যদি ভালো খেলতে পারেন তবে যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করা সম্ভব। সে জানত, নিজেকে তার প্রমাণ করতে হবে। তার নিজের ক্যারিয়ারের জন্যও এটা অনেক গুরুত্বপূর্ণ ইনিংস। সে হয়তো ভেবেছে, এই ইনিংসের কারণে পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশকে বেশ কিছু বার্তা সে দিয়েছে। এখন আগামী ম্যাচে বাংলাদেশ কী করে সেটাই দেখার।’