বাংলাদেশকে হারাতে এক হয়েছেন ডমিঙ্গো-কুক

বাংলাদেশকে হারাতে এক হয়েছেন ডমিঙ্গো-কুক

সবশেষ ভারত বিশ্বকাপে এই নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেই সবচেয়ে বেশি সমালোচিত হতে হয়েছিল বাংলাদেশকে। সাকিব আল হাসানের দলকে বিশ্বমঞ্চে হারিয়ে বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুকের টুটকার কথা জানিয়েছিল ডাচরা। এবার আরও একটি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ডাচরা। যেখানে প্রধান কোচ কুকের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দু’জনে মিলে তাই নিজেদের সাবেক শিষ্যদের হারানোর ছকটা কষছেন মন দিয়েই; যা ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও জানিয়েছেন লোগান ভ্যান বেক।

রাসেল ডমিঙ্গো বাংলাদেশের প্রধান কোচের চাকরি ছেড়েছেন ২০২২ সালের ডিসেম্বর মাসে। এরপর রায়ান কোকের অধীনে সহকারী কোচ হিসেবে ডাচদের সঙ্গে কাজ করছেন গত বছরের মার্চ থেকে। এবার ডাচদের কোচিং প্যানেলের সঙ্গে বিশ্বকাপেও এসেছেন তিনি। তাই এই দুই সাবেক কোচ নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকতেই হচ্ছে। কেননা, বাংলাদেশি ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো যে বেশ ভালোভাবেই জানা আছে এই দুই প্রোটিয়া কোচের।

বাংলাদেশকে হারানোর গোপন টোটকা যে এই দুই কোচ ডাচদের দিচ্ছেন সেটা জানায় ছিল। ভ্যান বেকও জানালেন সে কথায়। তিনি বলেন,‘আমার মনে হয় এটা (রায়ান কুক ও রাসেল ডমিঙ্গো) আমাদের জন্য বাড়তি একটা সুবিধা। রাসেল এবং রায়ান তাদের খেলোয়াড়দের খুব ভালো করে চেনে। তারা অনেকদিন তাদের কোচিং করিয়েছে। ব্যাক পকেটে বাড়তি সুবিধা হিসেবে আমরা এটা পাচ্ছি। যতটা সম্ভব আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। তারা হয়ত আমাদের কিছু সিক্রেট প্ল্যান দিতে পারে যা তাদের জন্য অপ্রত্যাশিত হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী কারণ তারা খেলোয়াড়দের খুব ভালো করে চেনে।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে খেলা ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই হারলেও সবশেষ ভারত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল ডাচরা। আর সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশকে আরও একবার বিশ্বমঞ্চে হারাতে চায় ডাচরা। যা জানিয়ে ভ্যান বেক বলেন,‘গত বিশ্বকাপে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম, সেখান থেকে আমরা আত্মবিশ্বাস নিয়েছি। আশা করছি ওই আত্মবিশ্বাসটা আমাদের কাল কাজে দেবে। আমরা জানি নিজেদের সেরা দিনে আমরা বাংলাদেশকে হারাতে পারি। আমরা এরকম মাইন্ডসেট নিয়ে খেলতে নামব।’

সম্পর্কিত খবর