বিশ্বকাপে খেলবেন কিনা সেটাই জানতেন না ম্যাক্সওয়েল

বিশ্বকাপে খেলবেন কিনা সেটাই জানতেন না ম্যাক্সওয়েল

বিশ্বকাপে গতকাল ব্যাট হাতে এক সুনামিই বইয়ে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৩৯৯ রান জমা করে অস্ট্রেলিয়া। পরে ম্যাচ জিতে নেয় ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে। অথচ, এই বিশ্বকাপে খেলতে পারবেন কিনা ম্যাক্সওয়েল তাই নিয়েই ছিল শঙ্কা। ম্যাচ শেষে অজিদের জয়ের নায়ক শোনিয়েছেন সেসব কথায়।

গতবছর বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে পা ভেঙে যায় ম্যাক্সওয়েলের। এরপর সেই চোট সারিয়ে যখন বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তখন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ফের গোড়ালিতে চোট পান। শঙ্কায় পড়ে যায় তার বিশ্বকাপ খেলা। যদিও শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছে অজিরা। সেই প্রতিদানটাও এখন তিনি দিচ্ছেন দলকে।

তবে এই ফেরাটা যে মোটেও সহজ ছিল না তাই জানিয়েছেন ম্যাক্সওয়েল, ‘দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের পর আমি কিছুটা ধাক্কা খেয়ে বাড়ি যেতে বাধ্য হয়েছিলাম। সেটা ছিল বেশ হতাশাজনক। আমার মাথায় বিশ্বকাপ নিয়ে অন্ধকার সব ভাবনা আসছিল; এটি কি পুরো বিশ্বকাপের জন্য আমাকে প্রভাবিত করতে চলেছে? আমি কি প্রতিটি ম্যাচেই লড়াই করতে যাচ্ছি? আমি কি ফিল্ডিং করে দলকে হতাশ করতে যাচ্ছি?’

ম্যাক্সওয়েল তার চোট নিয়ে জানান, ‘চিন্তা করবেন না, প্রতিটি খেলায় এখনও ব্যথা করে। এটি এখনও কঠিন কাজ আমার জন্য। তবে দলের ভার নিতে পেরে ভাল লাগছে। আমি আত্মবিশ্বাসী যে আমি পুরোটা আসর পার করতে পারব।’

বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি রেকর্ড সম্পর্কে খুব সচেতন। আমি বল মোকাবেলা করার বিষয়েও খুব সচেতন। আমি দ্রুততম ৫০, দ্রুততম ১০০ এর রেকর্ড পছন্দ করি। আমার মনে হয় এগুলো খুবই চমৎকার রেকর্ড।’

সম্পর্কিত খবর