আবহাওয়ার উন্নতি স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তানকে
১৪, ১৫ ও ১৬ জুন। এই তিনদিন ফ্লোরিডার লডারডিলে গ্রুপ ‘এ’ এর তিনটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা রয়েছে। যেখানে নিশ্চিত হবে ভারতের পর এই গ্রুপ থেকে কোন দল যাচ্ছে সুপার এইটে। এই গ্রুপে এখনও সুযোগ আছে প্রতিটি দলের। তবে সমস্যা হলো গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। আর তাতে করে সুপার এইটের স্বপ্নটা ভেস্তে যেতে পারে পাকিস্তানের। কেননা পাকিস্তানের বিশ্বকাপ ঝুলে আছে অনেক যদি কিন্তুর ওপর। তবে আশার কথা হলো বৃহস্পতিবার ম্যাচের আগের দিন বৃষ্টি হয়নি লডারডিলে। যা কিছুটা হলেও স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তানকে।
আজ রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। যেখানে জয় পেলেই সুপার এইটে পা রাখবে দলটি। তবে হারলেও সুযোগ থাকবে তাদের সামনে। আর যদি কোনো কারণে শেষমেষ পরিত্যক্ত হয় ম্যাচটি। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগ করতে হয় দু’দলকে; তবে বেশ লাভই হবে যুক্তরাষ্ট্রের। ভারতের পর এই গ্রুপ থেকে সুপার এইটে চলে যাবে তারা। স্বপ্ন শেষ হয়ে যাবে পাকিস্তানের। সে ক্ষেত্রে আয়ারল্যান্ডের বিপক্ষে ফল যায় আসুক কোনো লাভ হবে না পাকিস্তানের।
কেননা, তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ৩ ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট পাকিস্তানের। অবশ্য সুযোগ বেশ ভালো ভাবেই আছে কানাডা ও আয়ারল্যান্ডের। শেষ ম্যাচ জিতে সুপার এইটের সমীকরণ মেলাতে পারে তারাও। সুযোগ আছে এখনও দুই ম্যাচ বাকি থাকা আয়ারল্যান্ডেরও। তবে বৃষ্টির কারণে যদি কোনো কারণে পয়েন্ট ভাগ করে যুক্তরাষ্ট্র। তাহলে আর কোনো হিসেব করতে হবে না কোনো দলকেই। ১ পয়েন্ট নিয়ে মোট ৫ পয়েন্টে সুপার এইটে চলে যাবে যুক্তরাষ্ট্র। এ ম্যাচে তাই যুক্তরাষ্ট্রের হারই কামনা করতে হবে পাকিস্তানকে।
যদিও গতকাল বৃষ্টি না হলেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাছাড়া এই ম্যাচটিতে যদি যুক্তরাষ্ট্র হেরেও যায় এবং বৃষ্টিতে পরিত্যক্ত হয় পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ সেক্ষেত্রেও সুপার এইটে চলে যাবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের জন্য তাই ম্যাচগুলো মাঠে গড়ানোই হয়ে উঠেছে সবচেয়ে বেশি জরুরী। এরপর হিসেবে মেলানো।
মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করে অবশ্য আশাবাদই ব্যাক্ত করেছেন আয়ারল্যান্ড ক্রিকেটার মার্ক অ্যাডাইর। বলেন, ‘আজ মাটি দেখলাম সত্যিই অসাধারণভাবে শুকনো ছিল। তবে মাটির অনেকটা দূর পর্যন্ত এখনও ভেজা রয়েছে। তবে গত ২৪ ঘন্টা যেই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তা বিবেচনা করালে পরিস্তিতি এখন বেশ ভাল দেখাচ্ছে।’
যুক্তরাষ্ট্রের ওপেনিং ব্যাটার স্টিভেন টেলর অবশ্য মাঠের নিষ্কাশন ব্যবস্থায় আশা রাখছেন ম্যাচটি মাঠে গড়ানোর। টেলর বলেন, ‘এখানে স্টেডিয়ামের পাশেই বেড়ে ওঠা আমার, এটি সবসময় একটি সুন্দর নিষ্কাশন ছিল। সুতরাং, আমরা আশা করি পরের দিন আর বৃষ্টি না হলে ম্যাচ হবে। কিন্তু আমরা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারি না। তাই, যাই ঘটুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে।’