সুপার এইটে গেল কারা, সুযোগ আছে কাদের?

সুপার এইটে গেল কারা, সুযোগ আছে কাদের?

বিশ্বকাপে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড-নেপাল খেলেছে দুইটা করে ম্যাচ। ওমান খেলেছে চারটা ম্যাচ। বাকি ষোলো দলের সবার শেষ তিনটা করে ম্যাচ। এর মধ্যে পাঁচটা দল নিশ্চিত করেছে সুপার এইট। আর নিশ্চিতভাবেই বাদ পড়েছে ছয়টা দল। বাকি নয় দলের সামনে এখনও সুযোগ আছে সুপার এইটে যাওয়ার।

গ্রুপ এ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। কেউই বাদ পড়েনি এখনও। ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড এবং পাকিস্তান সবার সামনেই আছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ।

গ্রুপ বি থেকে নিশ্চিত করেছে শুধুমাত্র অষ্ট্রেলিয়া। বাদ পড়া নিশ্চিত হয়েছে ওমান এবং নামিবিয়ার। রেস চলবে স্কটল্যান্ড এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

একমাত্র সি গ্রুপের পাঁচ দলের ভাগ্যই নিশ্চিত হয়েছে এখন পর্যন্ত। এই গ্রুপ থেকে সুপার এইটে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। এমিলিনেটেড হয়েছে নিউজিল্যান্ডের মতো দল। এছাড়াও বাদ পড়ার লিস্টের বাকী দুই দল পাপুয়া নিউ গিনি এবং উগান্ডা।

গ্রুপ ডি এর অবস্থা অনেকটাই গ্রুপ এ এর মতো। একদল নিশ্চিত করেছে। তবে এখানে রেড সিগন্যাল পাওয়া একমাত্র দল শ্রীলঙ্কা। বাংলাদেশ-নেদারল্যান্ডস-নেপাল সবার সামনেই সুযোগ আছে এখনও।

আগামী চারদিনে এবং ১১ ম্যাচে পর শেষ হবে সব সমীকরণ। চলে আসবে সুপার এইটের লাইন আপ।

সম্পর্কিত খবর