চেন্নাইকে ধন্যবাদ দিতেই পারেন মুস্তাফিজ
দেশের জার্সিতে নিবেদন নেই, হয়ে যান বিবর্ণ। শুধুই খেলার জন্য খেলেন। এমন সব কথাবার্তাই এতদিন সঙ্গী ছিল মুস্তাফিজের। খারাপ পারফর্ম্যান্সের কারণে নিয়মিতই শুরু করেছিলেন বেঞ্চ গরম করা। তবে মুস্তাফিজের অবস্থার পরিবর্তন হয়েছে।
মুস্তাফিজের এমন পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা কার? সেটা নিশ্চয়ই সবাই জানেন এবং মানেন। যারা নিয়মিত ক্রিকেট দেখেন তারা না মেনেও উপায় নেই। আইপিএল; একটু বিশেষ করে বললে চেন্নাই সুপার কিংসই যে মুস্তাফিজের এই পরিবর্তনে সবচাইতে বড় ভূমিকা রেখেছে।
যেখানে মুস্তাফিজ মাঠে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট মস্তিষ্ককে। ম্যাচ চলাকালীন পেয়েছেন নানান রকমের দিকনির্দেশনা। নিঃসন্দেহে শিখেছেন অনেক কিছুই। ডাগ আউটে পেয়েছেন আরেক ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক স্টিফেন ফ্লেমিংকে। আইপিএল জুড়ে মুস্তাফিজ ছিলেন তার সান্নিধ্যে।
আইপিএলে আরও যাদের সান্নিধ্য পেয়েছেন দ্য ফিজ; তাদের একজন ডোয়াইন ব্রাভো। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই পেসারকে সেখানে পেয়েছেন বোলিং কোচ হিসেবে। এছাড়াও একই ড্রেসিংরুম, একই ডাগ আউট শেয়ার করেছেন বিশ্বমানের আরও অনেক ক্রিকেটারের সাথে। যেটা নিজের স্কিল যেমন ডেভেলপ করেছেন তেমনি, বেড়েছে কনফিডেন্সও।
দিনশেষে মুস্তাফিজের আইপিএল খেলায় লাভের লাভটা হয়েছে মুস্তাফিজের নিজেরই। দিনশেষ যা বাংলাদেশেরও। যেটার প্রমাণ বিশ্বকাপে তার পারফর্ম্যান্স।