ফিটনেস ইস্যুতে আজম খানকে ধুয়ে দিলেন হাফিজ

ফিটনেস ইস্যুতে আজম খানকে ধুয়ে দিলেন হাফিজ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। প্রথম ম্যাচে হারতে হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ভারতের বিপক্ষে হেরে তো শঙ্কায় দলটির সুপার এইটে খেলা। সব মিলিয়ে কঠিন সমালোচনার মধ্যে পড়েছে পাকিস্তান দল। আর সেই সমালোচনার তীরটা নানা কারণে এসে বিদ্ধ করছে আজম খানকে। যার কারণ তার ফিটনেস।

সমালোচনার আরেকটা কারণ মাঠের ক্রিকেটে তার পারফরম্যান্স। সবশেষ দুই ম্যাচের দুটিতেই ০ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও খুব একটা বলার মতো পারফরম্যান্স নেই তার। ১৪ ম্যাচে রান মোটে ৮৮। গড় মাত্র ৮.৮০। এমন একজনকে কেন বিশ্বকাপে নিয়ে গেছে পাকিস্তান নির্বাচকরা সেই প্রশ্নও উঠছে। এবার তো ফিটনেস ইস্যুতে আজম খানকে ধুয়েই দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

আজম খানের ফিটনেস নিয়ে সমালোচনা করে হাফিজ বলেন, ‘যেই ওজন নিয়ে আজম খান প্রশিক্ষণ ক্যাম্পে যোগদান করেছিলেন, ৬ সপ্তাহ পরে তার সেই ওজনই রয়ে গিয়েছিল। তার চর্বির মাত্রা একই। পুরো পাকিস্তান দল ১০ মিনিটে দুই কিলোমিটার অতিক্রম করতে পারে, অথচ সেখানে আজম খান ২০ মিনিট সময় লাগান।’

‘আপনি মোটা না চিকন সেটা কখনই সমস্যা নয়। তবে আপনাকে খেলার চাহিদা অনুযায়ী ফিটনেস নিয়ে কাজ করতে হবে। আপনার ফিটনেসকে একটি প্রয়োজনীয় স্তরে আনতে হবে। আমরা তাকে একটি ফিটনেস পরিকল্পনা দিয়েছিলাম, কিন্তু তিনি [আজম] পারেননি। আপনি আপনার প্রতিভার কারণে দলে আছেন। কিন্তু ফিটনেসের ক্ষেত্রে আপনিই দলের একমাত্র, যার ফিটনেসের ব্যাপারে আমরা আপস করছি।’

সম্পর্কিত খবর