২ বলেও লক্ষ্যে পৌঁছানোর রেকর্ড আছে টি-টোয়েন্টিতে

২ বলেও লক্ষ্যে পৌঁছানোর রেকর্ড আছে টি-টোয়েন্টিতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড ওমানকে ৪৭ রানে অলআউট করে ম্যাচ জিতেছে ৩ ওভার এক বলে। অর্থাৎ ১৯ বলে। তার মানে ১০১ বল হাতে রেখে জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেটা সবচেয়ে বড় ব্যবধানে জয়। যেটা পেছনে ফেলেছে শ্রীলঙ্কার ৯০ বল হাতে রেখে জয়কে। যেটা নেদারল্যান্ডসের বিপক্ষে লঙ্কানরা পেয়েছিল ২০১৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে, চট্টগ্রামে।

তবে অবাক করা ব্যাপার ইংলিশদের এই জয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ বল হাতে রেখে জয়ের তালিকায় আছে  নয়ে।

আরও অবাক করা ব্যাপার, মাত্র দুই বলেও টার্গেট চেজ করার ঘটনাও আছে আন্তর্জাতিক ক্রিকেটে। যেটা ঘটিয়েছে স্পেন।

অবাক হচ্ছেন? ক্রিকেটে আনকোরা স্পেন কীভাবে পারে এমন কান্ড ঘটাতে! যাদের বিপক্ষে ঘটিয়েছে তাদের নামটা আরও অবাক করা। আইল অব ম্যান নামক ইউরোপের এই দেশটার বিপক্ষে ২০২৩ সালে ২৬ ফেব্রুয়ারি লা মঙ্গা ক্লাব বটম গ্রাউন্ডে  আইল অব ম্যানকে মাত্র ১০ রানে অল  আউট করে স্প্যানিশরা। যেটা চেজ করে স্পেন মাত্র দুই বলে। আইল ইনিংস শুরু করে নো বল দিয়ে। পরে দুই বলে দুই ছয়ে স্পেন পায় রেকর্ড গড়া জয়।

সম্পর্কিত খবর