পাকিস্তানকে বিদায় করে ইতিহাস গড়ে সুপার এইটে যুক্তরাষ্ট্র
পাকিস্তান ঠিক এমন কিছুরই শঙ্কায় ছিল। লডারহিলের আকাশের মন খারাপ ছিল শেষ কিছু দিন ধরেই। এক দিন আগেও সেখানে দেখা মিলেছে বন্যার। গতকাল থেকে পরিস্থিতির উন্নতি একটা আশা দেখাচ্ছিল দলটাকে। তবে ম্যাচের দিনের বৃষ্টি তাদের শঙ্কাটাকেই সত্যি করে তুলেছে। বৃষ্টিতে ম্যাচটা বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্র আর আয়ারল্যান্ডের। আর তাতেই বিদায়ঘণ্টা বেজে গেছে পাকিস্তানের।
২০০৯ সালের চ্যাম্পিয়নদের জন্য বিষয়টা যেমন বিব্রতকর, তার ঠিক ১৮০ ডিগ্রি উল্টো পরিস্থিতি যুক্তরাষ্ট্রের। মাত্র প্রথম বারের মতো ক্রিকেটের বিশ্ব মঞ্চে খেলতে এসেছিল দলটা। এসেই বাজিমাত। পাকিস্তানকে হারিয়ে ভারতকেও নাড়িয়ে দিয়েছিল। অন্য ম্যাচে কানাডাকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল দলটা। আজ প্রকৃতি বাকি কাজটা সেরে দিল তাদের। ইতিহাস গড়ে সুপার এইটেই চলে গেছে মোনাঙ্ক পাটেলের দল।
আজ শুক্রবার লডারহিলের এই ম্যাচের আগে ‘এ’ গ্রুপের পরিস্থিতিটা ছিল এমন, শেষ আটে যেতে হলে যুক্তরাষ্ট্রকে একটা পয়েন্ট পেতে হতো এই ম্যাচ থেকে। অন্য দিকে পাকিস্তানের চাওয়া ছিল উল্টো। ম্যাচটা মাঠে গড়াতে হতো, আয়ারল্যান্ডের কাছে হারতে হতো যুক্তরাষ্ট্রকে। এরপর নিজেরা আইরিশদের বড় ব্যবধানে হারাতে পারলেই চলে যেত শেষ আটে।
কিন্তু তা আর হলো কই? লডারহিলের বৃষ্টিই যে আজকের দিনে খেলাটা ‘খেলল’। তাতে পোয়াবারো হয়েছে যুক্তরাষ্ট্রের, আর কপাল পুড়েছে পাকিস্তানের। কপালটা আজ পুড়েছে, নাকি আরও দিন দশেক আগে, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। মোহাম্মদ আমিরের ওই সুপার ওভারটাই কি খেলা শেষ করে দিয়েছিল কি না, তা নিয়ে আলাপ হতে পারে। তবে সব আলাপের ফলাফল থাকছে ওই একই, ২০০৯ সালের চ্যাম্পিয়নদের শিরোপা পুনরুদ্ধারের মিশন পিছিয়ে গেছে আরও অন্তত দুই বছরের জন্য।