৪০ রানে অলআউট উগান্ডা, ৯ উইকেটে ম্যাচ জিতল কিউইরা 

৪০ রানে অলআউট উগান্ডা, ৯ উইকেটে ম্যাচ জিতল কিউইরা 

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা উগান্ডার খুব একটা ভালো স্মৃতি নিয়ে গেল না। গ্রুপপর্বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচটি জিতলেও চারটি ম্যাচের একটিতেও তিন অঙ্কের সংগ্রহে পৌঁছাতে পারেনি আফ্রিকার দলটি। কার্যত পেরোয়নি ৮০ রানের গণ্ডিও। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়ে যায় তারা। পরে দ্বিতীয় ম্যাচে পিএনজির ৭৮ রানের লক্ষ্য তাড়া করে জেতে ৩ উইকেটে। সেটিই ছিল বিশ্বকাপে উগান্ডার প্রথম জয়। 

তবে শেষ দুই ম্যাচে লজ্জার রেকর্ড গড়ে বাড়ি ফিরতে হচ্ছে উগান্ডাকে। এর আগের ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্রেফ ৩৯ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। যা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সেই ম্যাচ থেকে আজকের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্কোরবোর্ডে ১ রান বেশি যোগ করতে পেরেছে উগান্ডা। অর্থাৎ, ৪০ রানেই অলআউট। যা বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। ৪১ রানের মামুলি সেই লক্ষ্য ৫ ওভার ২ বলে ৯ উইকেটেই জিতে নেয় কিউইরা। 

বিশাল ব্যবধানের জয়েও অবশ্য খুব একটা লাভ হয়নি নিউজিল্যান্ডের। কেননা একমাত্র গ্রুপ ‘সি’-এর ভাগ্য ইতিমধ্যেই নির্ধারণ হয়ে গেছে। সুপার এইটে পাড়ি জমিয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শুরু দুই ম্যাচ তাদের কাছেই হেরেই বিদায় নিশ্চিত হয়েছে কিউইদের। এতেই এটি ছিল চলতি আসরে তাদের প্রথম জয়। 

ত্রিনিদাদের ব্রায়ান লারার স্টেডিয়ামে আজ (শনিবার) টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। সেখানে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে স্রেফ ৪০ রানেই গুটিয়ে যায় উগান্ডা। 

নামমাত্র এই লক্ষ্য তাড়ায় কিউইদের যেন কিছু ভাবতেই হয়নি। দলীয় ২৪ রানের মাথায় তারা একমাত্র উইকেটটি হারায় ফিন অ্যালেনের। পরের ৫ ওভার ২ বলেই তারা পৌঁছে যায় লক্ষ্যে। 

এর আগে ব্যাট করতে নেমে বোল্ট-সাউদির পেস তোপে যেন সোজা হয়ে দাঁড়াতেই পারেনি উগান্ডার ব্যাটাররা। দলীয় ২ রানের মাথায় সাজঘরের ফিরেছেন শুরু তিন ব্যাটার এবং তিনজনের রানের খাতা শূন্য। বাকি ব্যাটাররাও ছিলেন যাওয়া-আসার মধ্যেই। এতেই তাদের ইনিংস থামে কেবল ৪০ রানেই। 

নিউজিল্যান্ডের হয়ে সেখানে দুটি করে উইকেট নেন বোল্ট, সান্টনার ও রাচিন। সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন টিম সাউদি। তবে উইকেটে না ইকোনমি দিয়ে রেকর্ড বনে গেছেন এই ডানহাতি পেসার। এই ৩ উইকেট নিতে ৪ ওভারে স্রেফ ৪ রান দিয়েছেন সাউদি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ইকোনমির রেকর্ড। এতে সাউদি ভেঙেছেন প্রতিপক্ষ উগান্ডার ফ্রাঙ্ক এনসুবুগার রেকর্ড। চলতি বিশ্বকাপেই তিনি ৪ ওভারে ৪ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। এবার উইকেট বিচারে তাকে ছাড়িয়ে গেলেন সাউদি। 

সম্পর্কিত খবর