যেই লজ্জার রেকর্ডের শুরুর দুই স্থানই উগান্ডার
৫৮ দিয়ে শুরু। ৩৯ আর ৪০ দিয়ে শেষ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই বিব্রতকর এক রেকর্ডে নাম লিখেছিল উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন সংগ্রহ তাদের দখলেই আছে। তবে যৌথভাবে। গায়ানায় ক্যারিবিয়ানদের বিপক্ষে মাত্র ১২ ওভারে ৩৯ রানে অল আউট হয়েছিলো দলটা। এবার কিউইদের বিপক্ষে ত্রিনিদাদে দলটা অলআউট হয়েছে ৪০ রানে। ব্যাট করেছে ১৮ ওভার চার বল। চলতি বিশ্বকাপেই গায়ানাতে আফগানদের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটা।
৩৯ রানে অলআউট হওয়া আরেক দল নেদারল্যান্ডস। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে এই রেকর্ডের জন্ম দেয় ডাচরা। তারা অবশ্য ব্যাট করেছিলো প্রথম ইনিংসে। খেলেছিলো ১০ ওভার তিন বল।
সর্বনিম্নের তালিকায় পরের নামও ডাচদের। প্রতিপক্ষও একই। ২০২১ সালে শারজায় তারা অলআউট হয় ৪৪ রানে। ব্যাট করেছিলো ১০ ওভার।
পাঁচে আছে ওমান। সেটাও তারা করেছে উগান্ডা চল্লিশ রানে অলআউট হওয়ার আগের দিনই। ইংলিশদের বিপক্ষে তারা অলআউট হয়েছে মাত্র সাতচল্লিশ রানে। খেলেছে ১৩ ওভার ২ বল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ এর নিচে আউট হওয়ার ঘটনা এই পাঁচটিই আছে।