বাংলাদেশের বেঙ্গালুরু-দুঃস্মৃতি ফেরাল নেপাল
নেপালের এই হারের বেদনা বোধকরি বাংলাদেশের চাইতে বেশি কেউ অনুভব করতে পারবে না। এক রানে হারা কিংবা জেতা ম্যাচ এভাবে ক্লোজ করে তীরে এসে তরী ডুবার ঘটনার সাক্ষী বাংলাদেশ হয়েছে অনেকবার। বিশ্বকাপের প্রসঙ্গ যখন আসলো তখন সবচাইতে বেশি রিলেটেবল বাংলাদেশের ভারতের বিপক্ষে এক রানে হার।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বেঙ্গালুরু ট্রাজেডি চাইলেও ভুলে থাকতে পারবেন না বাংলাদেশের ক্রিকেট সমর্থক এবং ক্রিকেটাররা। মুশফিক-মাহমুদউল্লাহদের সহজ ভুলে, তিন বলে দুই রানের সহজ সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ।
একই অবস্থা নেপালেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ যখন দুই বলে দরকার দুই, তখন কোনো নেপালি ভক্তের মনে পড়েছিলো বেঙ্গালুরু ট্রাজেডির কথা মনে পড়েছিলো কিনা সেটা জানা যায়নি। তবে বাংলাদেশের সমীকরণ যখন ছিলো ২ বলে দুই, বাংলাদেশ সেটা মেলাতে পারেনি। নেপালও না।
দুটো ম্যাচই শেষ হয়েছে শেষ বলে রান আউট দিয়ে। ওখানে ধোনি তো এখানে ডি কক - দুই জায়গাতেই দুই উইকেটকিপার রেখেছেন ম্যাচ জয়ে মহাগুরুত্বপূর্ণ অবদান। দুই দলেরই মিস হয়েছে বিশ্বকাপের মূল পর্বে প্রথম জয়ের সুযোগ। যদিও বাংলাদেশ পরে সে আক্ষেপ মিটিয়েছে দুই হাজার বাইশে এসে।
এতো এতো মিল শুধুই মাঠের ক্রিকেটেই নয়। দুই দলেরই আছে মাঠের বাইরে সমর্থকদের বিশাল সাপোর্ট। ক্রিকেটক্রেজি নেশন হিসেবে দুইটা দেশেরই ভক্তদের খ্যাতি জগতজুড়ে। দিনশেষে বেঙ্গালুরু আর কিংসটাউন যেন এক বিন্দুতেই মিললো। সাথে দিয়ে গেলো কতশত আক্ষেপের উপলক্ষ।