বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মুজিব
বড় এক ধাক্কা খেল আফগানিস্তান। অফ স্পিনার মুজিব উর রহমানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। পুরোনো আঙুলের চোট আবারও পথ আগলে দাঁড়িয়েছে তার।
চোটের কারণে এবার আইপিএলে খেলতে পারেননি তিনি। এবারের বিশ্বকাপেও তিনি খেলেছেন এক ম্যাচ। উগান্ডার বিপক্ষে ওই ম্যাচ খেলার পর থেকে আর মাঠে নামেননি তিনি। বোলিংয়ের হাতের তর্জনিতে চিড় নিয়ে তিনি এবার টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন।
আফগানিস্তান স্কোয়াডে তার বদলে যোগ করা হয়েছে হজরতউল্লাহ জাজাইকে। আফগানিস্তানের পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পরেই তাকে দলে নেওয়ার বিষয়টিতে সম্মতি দেয় আইসিসি।
আফগানিস্তানের যদিও মুজিবের বদলি খেলোয়াড় স্কোয়াডেই ছিল। নুর আহমেদ শেষ দুই ম্যাচে খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট পাননি তিনি। সবশেষ ম্যাচে ১৪ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ১ উইকেট।
আফগানরা ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। নিজেদের শেষ ম্যাচে আগামী সোমবার লেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দলটা।