বাবরকে আফ্রিদির তুলোধুনো

  • নিউজরুম এডিটর
  • ১১:২০ এএম | ২৬ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপে আফগানদের বিপক্ষে হারের পর থেকেই সমালোচিত হচ্ছে পাকিস্তান দল। বিশেষ করে এমন হারের পর অধিনায়ক বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। বাবরকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি।

আফ্রিদির মতে, ব্যাট হাতে দলের বাকিদের নেতা হিসেবে অনুপ্রাণিত করতে ব্যর্থ বাবর। বাবরের নেতৃত্ব নিয়ে আফ্রিদি বলেন, ‘যখন আপনি খেলায় না থাকেন, যখন আপনি একটি শেলের ভিতরে লুকিয়ে থাকেন, যখন আপনি ইতিবাচক নন... কখনও কখনও আমার মনে হয়েছে আমরা বোধয় অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছি। কিন্তু অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন আপনি লড়াই করতে জানেন।’

একটা দলের অধিনায়কই যে সব সে কথা বাবরকে স্মরণ করিয়ে দিয়ে আফ্রিদি বলেন, ‘দেখুন, অধিনায়কই সবকিছু। যদি সে ফিল্ডিংয়ে প্রচেষ্টা চালায়, ডাইভ দেয়, সর্বক্ষণ ছেলেদের সমর্থন করে, দলটি জেগে ওঠে এবং অতিরিক্ত প্রচেষ্টা করে। কারণ অধিনায়ক যখন এত চেষ্টা করছে তখন বাকিরা যদি সেই চেষ্টা না করে তাহলে তারা লজ্জিত বোধ করে।’

বাবরের নেতৃত্বের ত্রুটি ধরিয়ে দিয়ে আফ্রিদি আরও বলেন, ‘আমি অধিনায়ক ছিলাম, মোহাম্মদ ইউসুফও ছিলেন। অধিনায়ক বেশি কিছু না করলে কেউ অনুপ্রেরণা পেত না। চাপ সৃষ্টি করাই অধিনায়কের প্রধান কাজ। ফাস্ট বোলার বোলিং করছে, রান আটকানোর জন্য মাত্র ৪ রান আছে, অথচ কোনো স্লিপ নেই। এর মানে আপনার কাছে কোনো ফিল্ডারই নেই।’

খেলার দুনিয়া | ফলো করুন :