সালাহউদ্দিনের সঙ্গে ব্যাটিং সেশন না করেই ফিরে যাচ্ছেন সাকিব

  • নিউজরুম এডিটর
  • ০১:৩৮ পিএম | ২৬ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপের শুরু থেকেই রান খরায় ভুগছেন সাকিব আল হাসান। গত বিশ্বকাপের বাংলাদেশের সেরা পারফর্মার এখন অব্ধি নিজের নামের সুবিচার করতে পারেননি। অধিনায়কের মতো ব্যর্থ হচ্ছে দলও। বিষয়টা আর সবার থেকে সাকিবকেই ভোগাচ্ছিল বেশি। তাই মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে সোজা ঢাকায় ফিরেন তিনি। উদ্দেশ্য ব্যাটিংয়ে করা ভুল শুধরে যে কোনো মূল্যে রানে ফেরা।

বিশ্বকাপে নিজেদের ষষ্ট ম্যাচে আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে জয় পেতে মরিয়া সাকিব। অধিনায়ক নিজেও চাচ্ছেন রানে ফিরতে। আর সে কারণেই দ্বারস্থ হল ছোটবেলার গুরু নাজমুল আবেদীন ফাহিমের। উদ্দেশ্য ব্যাটিংয়ে করা ভুল গুলোর দ্রুত সমাধান করা। বৃহস্পতিবার দ্বিতীয়-দিনের মতো অভিজ্ঞ কোচ ফাহিমের সঙ্গে নেটে অনুশীলন করেছেন সাকিব।

এদিন ইনডোরে সাকিব ঢুকেছেন সকাল নয়টা দশে। আর বের হয়েছেন পৌনে একটায়। অর্থাৎ সাড়ে তিন ঘণ্টার ব্যাটিং সেশন করেছেন তিনি। ফহিমের পর অবশ্য সাকিবের আরেক পুরনো কোচ সালাহউদ্দিনের সাথেও ব্যাটিং সেশন করার কথা শোনা যাচ্ছিল। যদিও এখন শোনা যাচ্ছে সেটা আপাতত হচ্ছে না।

ধারণা করা হচ্ছে সাকিবের আজকের প্র্যাকটিস সেশনই এই যাত্রায় শেষ দিন। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে দলের সাথে যোগ দেবেন অধিনায়ক। এরপর মাঠে নামবেন নেদারল্যান্ডসের বিপক্ষে।

খেলার দুনিয়া | ফলো করুন :