সুপার এইটে খেলতে অ্যান্টিগায় বাংলাদেশ

সুপার এইটে খেলতে অ্যান্টিগায় বাংলাদেশ

গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে গেছে বাংলাদেশ। ২০০৭ সালের পর প্রথমবারের মত চলে গেছে সুপার এইটে। এবার বাংলাদেশের লড়াইটা শুরু হবে নতুন করে। সেই লড়াইয়ের শুরুর দুই ম্যাচ হবে অ্যান্টিগায়। সে ম্যাচগুলো খেলতে বাংলাদেশ ইতোমধ্যেই চলে এসেছে অ্যান্টিগায়।
গ্রুপ পর্বে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচে। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও গিয়েছিল খুব কাছাকাছি। তবে সে ম্যাচে হারে বড় কোনো ক্ষতি হয়নি দলের। বাকি তিন ম্যাচে জিতে বাংলাদেশ চলে এসেছে সুপার এইটে।
এবার বাংলাদেশ খেলবে ভারত, অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে আগামী শুক্রবার নাজমুল হোসেন শান্তর দল শুরু করবে শেষ আটের লড়াই। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। এর পরের দিনই বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে।
ম্যাচটা খেলতে আজ বাংলাদেশ পৌঁছেছে অ্যান্টিগায়। একটি চার্টার্ড ফ্লাইটে করে দল পৌঁছেছে সেখানে।

সম্পর্কিত খবর