সাকিবের রেকর্ড টিকল না এক দিনও

সাকিবের রেকর্ড টিকল না এক দিনও

নেপালের বিপক্ষে সকালে রেকর্ডটা গড়েছিলেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারের স্পেলে ডট বল করেছিলেন ২১টা। তবে রাত গড়াতেই সে রেকর্ডটা ভেঙে চুরমার করে দিলেন নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন। ৪ ওভারের ৪টিই করেছেন মেইডেন। সাকিবের রেকর্ডটা ভেঙে গেলেও লকি ফার্গুসনের এই রেকর্ড ভাঙার কোনো উপায়ই নেই!
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল নিউজিল্যান্ড। সোমবার রাতে নিয়মরক্ষার ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হয় তারা। সেই ম্যাচে রেকর্ডটা গড়ে ফার্গুসন।
ফার্গুসন এ দিন ওভার করেছেন চারটি। কিন্তু রান হজম করেননি একটিও। চারটি ওভারই মেইডেন দিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়। ফার্গুসন তিনটি উইকেটও নিয়েছেন। পাপুয়া নিউ গিনির অধিনায়ক আসাদ ভালা, চার্লস আমিনি এবং চাদ সোপারকে আউট করেন। কেউই তাঁর বিরুদ্ধে রান করতে পারেননি।
এই স্পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ঢুকে গেছে নানা ভাবে। সাকিবের সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড, এক ইনিংসে সবচেয়ে বেশি মেইডেনের রেকর্ড, টানা ডট বল দেওয়ার রেকর্ড, সব ভেঙে দিয়েছে তার এই স্পেল।
গতকালকের আগ পর্যন্ত এক ইনিংসে সবচেয়ে বেশি মেইডেন দেওয়ার কীর্তি ছিল হরভজন সিং আর অজন্তা মেন্ডিসের। গতকাল সকালে এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তানজিম সাকিব। তবে রাত নামতেই রেকর্ডটা নিজের করে নেন লকি ফার্গুসন। ৪-৪-০-৩, এই বোলিং ফিগারকে টপকে যাওয়ার উপায় এখন আর আছে এক ভাবেই, যদি বেশি উইকেট নেওয়া যায়। তবে ২৪ বল ডটের কীর্তিটা আর ভাঙা হচ্ছে না কারোই, ছুঁতে পারবেন বড়জোর।
লকি ফার্গুসনের রেকর্ডের দিনে নিউজিল্যান্ড পিএনজিকে ৭৮ রানে রুখে দিয়েছে। সে রেকর্ডটা ৭ উইকেট আর ৭.৩ ওভার বাকি থাকতেই টপকে গেছে দলটা। 

সম্পর্কিত খবর