৩৬ রান তুলে রেকর্ড ছুঁলেন পুরান
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই রেকর্ডটার দেখা মিলেছিল। এক ওভারে ৩৬ রানের রেকর্ড সেবার গড়েছিলেন যুবরাজ সিং। তার ১৭ বছর পর আজ এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকলাস পুরান। তবে তিনি ছয় ছক্কা না মেরেই গড়েছেন এই রেকর্ড!
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৪র্থ ওভারে আক্রমণে এসেছিলেন আজমতউল্লাহ ওমরজাই। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বসেন পুরান। এরপরের বলে চার মারেন তিনি, তবে বলটা ছিল নো বল। পরের বল ফ্রি হিট ছিল, সে বলটা থেকে ওয়াইডে চার রান আসে। তাই পরের বলটাও ছিল ফ্রি হিট, সেবার বোল্ড হন পুরান।
পরের দুই বলে চার আর শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে বসেন পুরান। সব মিলিয়ে এই ওভার থেকে আসে ৩৬ রান। তবে পুরানের ব্যাট থেকে এসেছে ৩০ রান।
তবে তাতে রেকর্ড গড়া থেকে বঞ্চিত হয়নি উইন্ডিজ। ২০০৭ সালে যুবরাজের ছয় ছক্কায় ৩৬ রানের রেকর্ডে ভাগ বসান পুরান।
তার এমন ঝড়ে উইন্ডিজ আজ পাওয়ারপ্লেতেই ৯২ রান তুলে নেয়। এটাও একটা রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড। পুরানের ৫৩ বলে ৯৮ রানে ভর করেই ২১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে আফগানরা অলআউট হয় ১১৪ রান তুলে।
ফলে গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জিতে সুপার এইটে গেল ওয়েস্ট ইন্ডিজ।